ভোলায় ডিটিএম স্কুলে বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২৮শে জানুয়ারী ২০১৯ ০২:১৯ অপরাহ্ন
ভোলায় ডিটিএম স্কুলে বার্ষিক ক্রীয়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

ভোলা জেলায় বোরহানউদ্দিন উপজেলার কুঞ্জেরহাটের ঐতিহ্যবাহী দক্ষিণ টগবী মাশরেকি (ডি.টি.এম) মাধ্যমিক বিদ্যালয়ে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান। গত ২৬, ২৭ ও আজ ২৮ জানুয়ারী শনিবার ও রবিবার  বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগীতা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভা উপলক্ষে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। বিদ্যালয়ের সভাপতি ও ৪ নং কাচিয়া ইউনিয়ন চেয়ারম্যানের আলহাজ্ব আব্দুর রব কাজী সভাপতিত্বে তিনদিন ব্যাপী এ অনুষ্ঠানে ছাত্র-ছাত্রীদের খেলা-ধুলা, কোরআন তেলাওয়াত, গীতা পাঠ, হাম ও নাত, নৃত্য, গান,কৌতুক,অভিনয়, ও কবিতা শেষে বিজয়ীদের পুরস্কার বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোলা-২ আসন থেকে নৌকা প্রতিকে বিজয়ী সংসদ সদস্য আলহাজ্ব আলী আযম মুকুল, এমপি। এছাড়াও বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বোরহানউদ্দিন  উপজেলা নির্বাহী অফিসার জনাব আব্দুল কুদ্দুস, বোরহানউদ্দিন উপজেলার ভারপ্রাপ্ত চেয়ারম্যান রাছেল মিয়া, উপজেলা শিক্ষা অফিসার তপন কুমার বিশ্বাস, মাধ্যমিক শিক্ষা অফিসার আয়শা সিদ্দিকা। উপজেলা আওয়ামীলীগ সাংগঠনিক সম্পাদক জুলফিকার হাওলাদার তুহিন, কাচিয়া ইউনিয়নের আ,লীগের সভাপতি নুরুল আমিন নিরব মিয়া।

ইনিউজ ৭১/এম.আর