প্রকাশ: ২৮ জানুয়ারি ২০১৯, ২০:১৭
শিল্পাঞ্চল আশুলিয়ায় স্থানীয় এক মসজিদের ইমামের বিরুদ্ধে ৯ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ উঠেছে। এই ঘটনায় ওই শিশুর বাবা হাসান শেখ বাদী হয়ে থানায় একটি মামলা দায়েরে করেছেন। ঘটনার পর থেকে অভিযুক্ত ইমাম আব্দুল আল মামুন পলাতক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
> সোমবার সকালে মামলা দায়েরের পর শিশুটিকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে প্রেরন করেছে পুলিশ। গতকাল রবিবার সন্ধায় আশুলিয়ার দোসাইদ এলাকায় এই ঘটনা ঘটে।
প্রাথমিকভাবে ধর্ষণের আলামত পাওয়া গেছে জানিয়ে পুলিশ বলছে, অভিযুক্তকে গ্রেপ্তারের চেষ্টা চালানো হচ্ছে।
ইনিউজ ৭১/এম.আর