নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

নিজস্ব প্রতিবেদক
আমান উল্লাহ কবির, উপজেলা প্রতিনিধি টেকনাফ (কক্সবাজার)
প্রকাশিত: রবিবার ২৭শে জানুয়ারী ২০১৯ ১১:৩৩ অপরাহ্ন
নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে ছুরিকাঘাতে রোহিঙ্গা নিহত

টেকনাফে নয়াপাড়া শরণার্থী ক্যাম্পে পাওনা টাকা নিয়ে তর্কের জেরধরে ছুরিকাঘাতে এক রোহিঙ্গার মৃত্যু হয়েছে। ২৭ জানুয়ারী রাত ৭টারদিকে টেকনাফের নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের এইচ ব্লকে এঘটনা ঘটে। জানা যায়, রোহিঙ্গা ক্যাম্পের  নুর মোহাম্মদ প্রকাশ মঙ্গা বুইজ্জার পুত্র মোঃ জয়নাল (২২) একই ব্লকের মোহাম্মদ রশিদের পুত্র ডাঃ হাসানের নিকট ১শ টাকা পাওনা ছিল। এই পাওনা টাকা চাওয়া নিয়ে দুজনের মধ্যে কথা কাটাকাটি ও তর্কের সৃষ্টি হয়। দু'জনই উত্তেজিত হয়ে উঠলে অন্য রোহিঙ্গারা তাদের শান্ত করার চেষ্টা চালায়।

তবুও জয়নাল মন্দ কথা বলায় ডাঃ হাসান এক পর্যায়ে উত্তেজিত হয়ে ছুরিকাঘাত করে জয়নালকে গুরুতর আহত ও রক্তাক্ত করে। উপস্থিত লোকজন তাকে দ্রুত উদ্ধার করে নয়াপাড়া শরণার্থী ক্যাম্প হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়। নয়াপাড়া শরণার্থী ক্যাম্পের উপ-পুলিশ পরিদর্শক আব্দুর রব ছুরিকাঘাতে রক্তাক্ত ও গুরুতর আহত জয়নাল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যাওয়ার সত্যতা স্বীকার করেন।

ইনিউজ ৭১/এম.আর