জুয়া খেলার একশ টাকার জন্য দিনমজুরকে হত্যা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শনিবার ২৬শে জানুয়ারী ২০১৯ ০৫:৫২ অপরাহ্ন
জুয়া খেলার একশ টাকার জন্য দিনমজুরকে হত্যা

আশুলিয়ায় জুয়া খেলার সামান্য একশত টাকার জন্য জহিরুল ইসলাম নামে এক দিনমজুরকে হত্যা করেছে প্রতিপক্ষ। নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেছে পুলিশ। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ। শনিবার ভোরে চিকিৎসাধীন অবস্থায় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়। নিহত জহিরুল ইসলাম (৩০) ধামরাইয়ের কেলিয়া গ্রামের আবদুল মালেকের ছেলে। সে আশুলিয়ায় দিনমজুরের কাজ করতো। পুলিশ জানায়, শুক্রবার সন্ধ্যায়  জহিরুল পলাশবাড়ি এলাকায় রেজাউল নামক ব্যক্তির সাথে লুডু খেলায় প্রতি গেম একশ টাকার বিনিময় জুয়া খেলছিল। এসময় তাদের মধ্যে জুয়ার একশত টাকা নিয়ে বাকবিতন্ডা শুরু হয়। এক পর্যায়ে রেজাউল ছুরিঘাত করে জহিরুলকে। 

গুরুতর আহত অবস্থায় জহিরুলকে  সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে সকালে মারা যায়। এছাড়া হত্যাকারী রেজাউল পলাশবাড়ি এলাকার সিদ্দিকের বাড়ির ভাড়াটিয়া আব্দুর রশিদের ছেলে। ঘটনার পর থেকে সে পলাতক রয়েছে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে আশুলিয়া থানায় একটি হত্যা  মামলা দায়ের করেছেন থানায়। উল্লেখ্য, গত বুধবার রাতে আশুলিয়ার চানগাঁও মোল্লাবাড়ি এলাকার আমিরুল ইসলামের বাড়ি সংলগ্ন দোকানে ফ্লেক্সিলোডের এক’শ টাকার জন্য ফ্লেক্সিলোড ব্যবসায়ী ওসমান গণি (৩২) কে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করে সন্ত্রাসীরা।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব