বালুখালীতে ব্যবসা প্রতিষ্ঠান লুটের আসামী আটক

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: শনিবার ২৬শে জানুয়ারী ২০১৯ ১০:২৯ পূর্বাহ্ন
বালুখালীতে ব্যবসা প্রতিষ্ঠান লুটের আসামী আটক

উখিয়ার বালুখালী পানবাজারে পালংখালী ইউপির প্যানেল চেয়ারম্যান নুরুল আবছার চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠান "আলিফ ট্রেডিং"য়ে হামলা,ভাংচুর,নগদ ৪লাখ টাকা লুটে নেয়ার ঘটনায় অভিযুক্ত অন্যতম আসামী নুরুল ইসলাম মুন্না কে আটক করেছে পুলিশ।শুক্রবার (২৫ জানুয়ারি) দিবাগত রাত অনুমান সাড়ে ৯ টার দিকে বালুখালী পশ্চিম পাড়াস্থ নিজ বাড়িতে অভিযান পরিচালনা করে নুরুল ইসলাম মুন্নাকে আটক করতে সক্ষম হয় উখিয়া থানা পুলিশের একটি চৌকষ দল। নুরুল ইসলাম মুন্না ওই এলাকার মো: হোছনের ছেলে।

অভিযানে নেতৃত্ব দেয়া উখিয়া থানার উপ-পুলিশ পরিদর্শক(এসআই) মিল্টন দে জানান,গত ১৬ জানুয়ারি বালুখালী পান বাজারস্থ পশ্চিম পাড়া রোডে নুরুল আবছার চৌধুরীর ব্যবসা প্রতিষ্ঠানে হামলা,ভাংচুর,ক্যাশ লুটের অন্যতম অভিযুক্ত আসামী নুরুল ইসলাম মুন্নাকে আটক করা হয়েছে।নুরুল আবছার চৌধুরী জানান,পশ্চিম পাড়ার আলী আহমদের ছেলে, আলোচিত ইয়াবা কারবারী পুলিশের বহিস্কৃত সিপাই আলাউদ্দিনের নেতৃত্বে একদল অস্ত্রধারী ইয়াবা কারবারী আমার (নুরুল আবছার চৌধুরী)ব্যবসা প্রতিষ্ঠানে হামলা করে লুটতরাজ চালায়।ম্যানেজারকে অস্ত্রের মুখে জিম্মী করে ক্যাশ বক্সে থাকা নগদ ৪ লাখ টাকা লুট করে নিয়ে যায়।ওই ঘটনায় উখিয়া থানায় মামলা রুজু করা হয়েছে।নুরুল ইসলাম মুন্না দোকান লুটের ঘটনায় জড়িত অন্যতম আসামী।উখিয়া থানার অফিসার ইনচার্জ মো:আবুল খায়ের আসামী আটকের সত্যতা নিশ্চিত করেন।

ইনিউজ ৭১/এম.আর