চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৫শে জানুয়ারী ২০১৯ ০৮:১৪ অপরাহ্ন
চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদ

চট্টগ্রাম-রাঙ্গামাটি সড়কের অবৈধ স্থাপনা উচ্ছেদে অভিযান চালিয়েছে ভ্রাম্যমান আদালত। অভিযানে সড়কের রাঙ্গুনিয়া উপজেলার ইসলামপুর ইউনিয়নের গাবতল এলাকার অবৈধ প্রায় ৩০টি স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। শুক্রবার (২৫ জানুয়ারি) সকাল ১১টার দিকে এই অভিযান চালানো হয়। অভিযানে নেতৃত্ব দেন ভ্রাম্যমান আদালতের নির্বাহী হাকিম ও রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএও) মো. মাসুদুর রহমান। আদালতকে সহায়তা করেন রাঙ্গুনিয়া থানা পুলিশ। অভিযানকালে উপজেলার সহকারী কমিশনার (ভূমি) পূর্বিতা চাকমা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আবদুল জব্বার, ইসলামপুর ইউপি চেয়ারম্যান ইকবাল হোসেন চৌধুরী মিল্টন উপস্থিত ছিলেন। 

ভ্রাম্যমান আদালত সুত্রে জানা যায়, ইসলামপুরের গাবতল এলাকা একটি জনবহুল স্টেশন। যেখানে রাঙ্গামাটি সড়কের পাশের ফুটপাত দখলের কারনে সড়কে প্রায় সময় যানজট লেগে থাকতো। এতে দীর্ঘদিন ধরে সাধারণ মানুষের জীবন যাত্রা ব্যাহত হতো। জনদুর্ভোগ লাঘবে সড়কের অবৈধ এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। যানজট নিরসন ও জনদুর্ভোগ দূর করতে রাঙ্গুনিয়ার গুরুত্বপূর্ণ স্থান সহ সর্বত্র ভ্রাম্যমান আদালতের অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও রাঙ্গুনিয়ার ইউএনও মো. মাসুদুর রহমান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব