বাঁচবে যাত্রী-চালকের প্রাণ পাঁচশ টাকার ডিভাইসে

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: শুক্রবার ২৫শে জানুয়ারী ২০১৯ ০২:৫৫ অপরাহ্ন
বাঁচবে যাত্রী-চালকের প্রাণ পাঁচশ টাকার ডিভাইসে

খরচ হবে সর্বোচ্চ পাঁচশ টাকা। এ টাকায় গাড়িতে বসানো একটি ডিভাইস রক্ষা করতে পারে যাত্রীদের জীবন, চালক সম্পর্কে গাড়ির মালিককে দিতে পারে সতর্কবার্তা।ডিভাইসটির নাম দেয়া হয়েছে-‘ড্রাঙ্ক ড্রাইভ ডিটেকশন’। এটির উদ্ভাবক মো. মাহীন ও মো.আলী আকবর। তারা বাংলাদেশ কোরিয়ান টেকনোলজি ট্রেনিং সেন্টারের ইলেকট্রনিক্স বিভাগের ১০ম শ্রেণির শিক্ষার্থী।ডিভাইসটি যেকোনও গাড়িতে ব্যবহার করা যাবে জানিয়ে এ দুই উদ্ভাবক বলেন, এটিতে কিছু সেন্সর যোগ করা হয়েছে। এর ফলে গাড়ি চুরি করা সহজ হবে না। ডিভাইসে কম্পন সেন্সর ও জিএসএম-জিপিআরএস ট্রেকিং মেশিন থাকায় গাড়ির তালা বা দরজা ভেঙে কেউ প্রবেশ করতে চাইলে কম্পন সেন্সরটি মালিকের মুঠোফোনে সতর্ক বার্তা পাঠিয়ে দেবে। এছাড়া জিএসএম-জিপিআরএস ট্রেকিং সিস্টেমটি গাড়ির বর্তমান অবস্থান দেখিয়ে দেবে।

মো. মাহীন বলেন, এই ডিভাইস তৈরিতে সহযোগিতা করেছেন ‘ই-সাইন-ই’ এর শিক্ষার্থী তাহমিদ বিন জামাল ও তানভীর মুসা। ডিভাইসে থাকা সেন্সর জানিয়ে দেবে, চালকের শারীরিক অবস্থা। তিনি যদি নিজের আসনে বসে ধূমপান করেন কিংবা নেশাগ্রস্ত থাকেন, তাহলে স্বয়ংক্রিয়ভাবে গাড়ির ইঞ্জিন বন্ধ হয়ে যাবে।মো.আলী আকবর বলেন, চালকরা নেশাগ্রস্ত থাকার ফলে অধিকাংশ দুর্ঘটনা ঘটছে। এক্ষেত্রে ‘ড্রাঙ্ক ড্রাইভ ডিটেকশন’ ডিভাইস ব্যবহারে সুফল মিলবে। ডিভাইসটি বাজারজাত করতে খরচ হবে ৪শ থেকে ৫শ টাকা।