আগৈলঝাড়ায় বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
এফ এম নাজমুল রিপন
প্রকাশিত: শুক্রবার ২৫শে জানুয়ারী ২০১৯ ১০:০২ পূর্বাহ্ন
আগৈলঝাড়ায় বর্ণাঢ্য ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

বরিশালের আগৈলঝাড়ায় ৫৯তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান গত বুধবার ওবৃহস্পতিবার অনুষ্ঠিত হয়েছে।উপজেলার আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গর বালিকা বিদ্যালয়  মাঠে শীতকালীন বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠান শেষে পুরুস্কার বিতরন করা হয়।উপজেলার আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গর বালিকা বিদ্যালয় সভাপতি সভাপতিত্ব করেন উপেজেলা নির্বাহী অফিসার বিপুল চন্দ্র দাস,আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন, সুনীল কুমার বাড়ৈ সভাপতি আওয়ামীলীগ আগৈলঝাড়া

শাখা, সাধারণ সম্পাদক আবু সালেহ লিটন সেরনিয়াবাত, সিনিয়র সহ-সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রইচ সেরনিয়াবাত,নিত্যানন্দ মজুমদার,ছাত্রলীগ সভাপতি মিন্টু সেরনিয়াবাত,প্রধান শিক্ষক মো :হারুন অর রশীদ,শিক্ষক নির্মলেন্দু বাড়ৈ,  অভিবাবক সদস্য জনাব নিমাই চন্দ্র দাস,প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা সরদার হারুন রানা প্রমুখ।বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে খেলাধুলায় ক বিভাগে ১৫টি,খ বিভাগে ১৫ টি,গ বিভাগে ১৫ টি,ঘ বিভাগে ১৫টি পুরুস্কার দেওয়া হয়। বার্ষিক ক্রীড়া অনুষ্ঠানে সাংস্কৃতিকে ক বিভাগে ২১টি ,খ বিভাগে ২১টি,গ বিভাগে ২১টি পুরুস্কার দেওয়া হয়।যেমন খুসি যেমন সাজ অনুষ্ঠানে সকলের জন্য,অভিভাবকদের জন্য ঝুড়িতে বল নিক্ষেপ অনুষ্ঠানে ৩টি পুরুস্কার দেওয়া হয়।সৌজন্য খেলা বৌ ছি তে ৩টি পুরুস্কার দেওয়া হয়।অন্যদিকে আগৈলঝাড়া শ্রীমতী মাতৃমঙ্গর বালিকা বিদ্যালয়ের অভিবাবক সদস্য জনাব নিমাই চন্দ্র দাস নিজের পক্ষ থেকে ৭২জন কৃতি  ছাত্রীদের পুরস্কার প্রদান করেন ।