প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ২:২৪
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণায় পোস্টার ব্যবহারে নিষেধাজ্ঞা আরোপ করেছে নির্বাচন কমিশন। আচরণ বিধিমালা-২০২৫ অনুযায়ী, রেক্সিন, পলিথিন, প্লাস্টিক, পিভিসি বা পরিবেশের জন্য ক্ষতিকর যেকোনো উপাদানে তৈরি লিফলেট, হ্যান্ডবিল, ফেস্টুন বা ব্যানার ব্যবহার করা যাবে না। এছাড়া প্রচারে বিলবোর্ড ব্যবহার সীমিত করা হয়েছে। একজন প্রার্থী এক সংসদীয় আসনে ২০টির বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না। নির্বাচন কমিশন গত মঙ্গলবার আচরণ বিধিমালার খসড়া
নির্বাচন কমিশন (ইসি) ত্রয়োদশ জাতীয় সংসদীয় আসনের সীমানা পুনঃনির্ধারণ করে চূড়ান্ত তালিকা প্রকাশ করেছে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কমিশন এ সংক্রান্ত বিজ্ঞপ্তি প্রকাশ করে। নতুন সীমানার ভিত্তিতেই আগামী নির্বাচনের কার্যক্রম সম্পন্ন হবে। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, প্রাথমিক তালিকায় প্রকাশিত নির্বাচনী এলাকার ওপর প্রাপ্ত দাবি, আপত্তি, সুপারিশ ও মতামত পর্যালোচনা করে প্রয়োজনীয় সংশোধন করা হয়েছে। শুনানিকালে উপস্থাপিত তথ্য ও যুক্তিতর্ক বিবেচনা করে জাতীয় সংসদের
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান যদি দেশে ফিরতে চান, তবে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সহায়তা করা হবে। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় পররাষ্ট্র মন্ত্রণালয়ে সমসাময়িক ইস্যুতে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ কথা জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন। তৌহিদ হোসেন বলেন, “তারেক রহমানের দেশে ফেরার ইচ্ছা একান্তই তার নিজের। যদি তার ট্রাভেল ডকুমেন্ট সম্পর্কিত কোনো সমস্যা থাকে, আমরা তা সমাধান করব।” তিনি আরও
জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুইন লুইস বলেছেন, বাংলাদেশে আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচন দেশের গণতান্ত্রিক উত্তরণের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি নির্বাচন কমিশনকে সহায়তা ও নির্বাচনকে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে জাতিসংঘের পূর্ণ সমর্থনের আশ্বাস দিয়েছেন। বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাজধানীর রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠকে এই মন্তব্য করেন লুইস। বৈঠকে বাংলাদেশের সংস্কার কার্যক্রম, উন্নয়ন অগ্রাধিকার ও গণতান্ত্রিক
আগামী জাতীয় নির্বাচনের আগে সময় পাওয়া গেলে সরকারি কর্মচারীদের জন্য নতুন বেতন কাঠামো ঘোষণা করা হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা ড. সালেহউদ্দিন আহমেদ। তবে বাস্তবায়নের দায়িত্ব থাকবে পরবর্তী নির্বাচিত সরকারের ওপর। সম্প্রতি এক জাতীয় দৈনিকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ইতোমধ্যে একটি পে কমিশন গঠন করা হয়েছে। এই কমিশনকে নির্দিষ্ট সময়ের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। দেশের আর্থ-সামাজিক অবস্থা