রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়ন পরিষদের উদ্যোগে শীতার্ত গরীব ও অসহায়দের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সকাল থেকে সরফভাটা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে কম্বল বিতরণ করা হয়। কম্বল বিতরণ উপলক্ষে আয়োজিত আলোচনা সভার প্রধান অতিথির বক্তব্য রাখেন সরফভাটা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও যুবলীগ’র কেন্দ্রীয় কমিটির সদস্য শেখ ফরিদ উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙ্গুনিয়া উপজেলা প্রকৌশলী মো. দিদারুল আলম, সরফভাটা ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি আব্দুর রউফ মাষ্টার, সাধারণ সম্পাদক শামসুল ইসলাম, আওয়ামী লীগ নেতা আবুল কালাম চৌধুরী, খোরশেদ আলম সুজন, আনোয়ারুল ইসলাম, হোসেন আহমদ, মৌলানা রেজাউল, মোহাম্মদ ইছমাইল, মোহাম্মদ শহীদুল্লাহ, মোহাম্মদ ইউছুফ, যুবলীগ নেতা ক.ম হারুন, মঈনুদ্দিন মহির, মোহাম্মদ দেলোয়ার, জেলা ছাত্রলীগ নেতা মোহাম্মদ সেলিম, উপজেলা ছাত্রলীগ নেতা সোহেল আরমান, মো. মাসুদ প্রমুখ।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।