বান্দরবানে বিদ্যুৎ সঞ্চালন লাইনে কাজ করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মো. আরাভিন ইসলাম (২২) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) দুপুর দেড়টার দিকে শহরের লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত আরাভিনের বাড়ি কুষ্টিয়া জেলার ভোলবাড়িয়া গ্রামে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বিদ্যুতের খুঁটিতে উঠে সঞ্চালন লাইনের কাজ করার সময় হঠাৎ করে দুর্ঘটনাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মারা যান আরাভিন।
এসময় আরেক শ্রমিক আহত হন। তবে তার নাম-পরিচয় জানা যায়নি। পরে ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালে পাঠিয়ে দেয়।বান্দরবান সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শহিদুল ইসলাম বাংলানিউজকে বলেন, নিহত শ্রমিকের মরদেহ উদ্ধার করে সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে নিহতের স্বজনদের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।