উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল মনসুর চৌধুরীর মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে জানুয়ারী ২০১৯ ০৪:২৮ অপরাহ্ন
উপজেলা চেয়ারম্যান প্রার্থী আবুল মনসুর চৌধুরীর মতবিনিময়

কক্সবাজারের উখিয়ায় উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী, ত্যাগী ও পরিচ্ছন্ন আওয়ামীলীগ নেতা আলহাজ্ব আবুল মনসুর চৌধুরী নৌকা প্রতীকের মনোনয়ন চেয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করেছেন।
২৪ জানুয়ারী সকাল সাড়ে ১০ টায় উখিয়া প্রেসক্লাব মিলনায়তনে সাংবাদিকদের সাথে মতবিনিময় সভায় মিলিত হয়ে নিজের বর্ণাঢ্য রাজনৈতিক ইতিহাসের বর্ণনা তুলে ধরেন।এসময় আবুল মনসুর চৌধুরী বলেছেন,ছাত্রজীবন থেকেই বঙ্গবন্ধুর আদর্শ লালন করে আসছি।১৯৭৮ সাল থেকে ১৯৮২ সাল পর্যন্ত কক্সবাজার জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদকের দায়ীত্ন পালন করেছি।১৯৮৫ সাল থেকে ১৯৯৫ সাল পর্যন্ত উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদকের দায়ীত্নে ছিলাম। এরপর জেলা আওয়ামীলীগের সদস্য সহ উখিয়ার গুরুপ্তপূর্ণ পদে দায়ীত্ন ছাড়াও প্রতিটি গণতান্ত্রিক আন্দোলন সংগ্রামে রাজপথে ছিলাম।

এক মিনিটের জন্যও দলের জন্য অভিমান দেখাইনি।উখিয়ার উন্নয়ন ও মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক,সাংস্কৃতিক,ধর্মীয় প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত থেকেছি।উখিয়ার আওয়ামীলীগের রাজনীতিতে নানা -প্রতিকুল পরিবেশে নিজের অর্থবল,  শ্রম,ত্যাগ,মেধা,বিসর্জন দিয়েছি।দলীয় প্রধান জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বের প্রতি অবিচল আস্থা রেখে তৃর্ণমুলের নেতাকর্মীদের সাথে সমন্ধয় রেখে দলকে সুসংগঠিত করতে নিরলস কাজ করেছি।জাতীয় থেকে শুরু করে প্রতিটি নির্বাচনে অগ্রণী ভুমিকা পালন করেছি।দলকে বহু দিয়েছি।এবার দল আমাকে মুল্যায়ন করবে,তাই আগামী উপজেলা পরিষদ নির্বাচনে নৌকা প্রতীকের মনোনয়ন প্রত্যাশা করছি।আওয়ামীলীগ তথা নৌকা প্রতীকের প্রার্থী হিসেবে মনোনয়ন পেলে নিশ্চিত জয়লাভ করতে পারবো।যেহেতো আমার রাজনীতি ছিল সব সময় উখিয়ার মাটি এবং মানুষের জন্য।দলের তৃর্ণমুলের নেতাকর্মীরা আমার সাথে আছে।আমাকে জননেত্রী শেখ হাসিনা মুল্যায়ন করবেন,

আশা করছি।দলের মনোনয়ন পেলে আমি নির্বাচিত হয়ে উখিয়াকে ঢেলে সাজাতে চাই।উখিয়াকে মাদকমুক্ত উপজেলা করতে চাই।গ্রামীণ অবকাটামো উন্নয়নে ভুমিকা রাখতে চাই।অতীতে আমি সকল নির্বাচনে দলের প্রার্থী যে হউক না কেন,বঙ্গবন্ধু, শেখ হাসিনা এবং নৌকার জন্য লড়েছি।নৌকা জিতিয়ে শেখ হাসিনা কে প্রধানমন্ত্রী করা, আর বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণই ছিল আমার রাজনৈতিক অঙ্গিকার।মনোনয়ন পাওয়ার ক্ষেত্রে তিনি শেখ হাসিনা এবং নীতিনির্ধারকদের প্রতি আস্থা রেখে বলেছেন,মনোনয়ন পেলে,

নির্বাচিত হয়ে দলের নেতাকর্মী ও সাংবাদিকদের সাথে নিয়ে এগিয়ে যাবো।উখিয়ার উন্নয়নে আগামীতে সকলের সুবিধা প্রাপ্তিতে প্রাধান্য দেবো ইনশাআল্লাহ। এসময় উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন,সাবেক সভাপতি রফিক উদ্দিন বাবুল,সাবেক সভাপতি রফিকুল ইসলাম,সাবেক সাধারণ সম্পাদক হানিফ আজাদ, সাবেক সাধারণ সম্পাদক হুমায়ুন কবির জুশান,সিনিয়র সাংবাদিক গফুর মিয়া চৌধুরী,নুর মোহাম্মদ শিকদার,দৈনিক যুগান্তর, পূর্বদেশ, আজকের দেশবিদেশ উখিয়া প্রতিনিধি শফিক আজাদ,চট্রলা বাংলা সম্পাদক,দৈনিক আমাদের অর্থনীতি, সাঙ্গু, ইনানী উখিয়া প্রতিনিধি শ.ম.গফুর,উখিয়া ক্রাইম নিউজ সম্পাদক মাহমদুল হক বাবুল,প্রতিদিনের সংবাদ, পূর্বকোণ উখিয়া প্রতিনিধি কায়সার হামিদ মানিকসহ কর্মরত সাংবাদিক ও আওয়ামীলীগের স্থানীয় নেতাকর্মী উপস্থিত ছিলেন।