কলাপাড়ায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক
রাকিবুল ইসলাম তনু, জেলা প্রতিনিধি পটুয়াখালী
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে জানুয়ারী ২০১৯ ০৪:০৫ অপরাহ্ন
কলাপাড়ায় আন্ত: প্রাথমিক বিদ্যালয় ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

কলাপাড়া(পটুয়াখালী)প্রতিনিধি :কলাপাড়ায় আন্তঃ প্রাথমিক বিদ্যালয় ক্রীয়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল ১০ টায় খেপুপাড়া সরকারী মডেল মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে জাতীয় সঙ্গীত ও পতাকা উত্তোলনের মধ্য দিয়ে এ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন পটুয়াখালী ০৪ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যক্ষ মহিববুর রহমান মহিব। কলাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর রহমানের সভাপতিত্বে এ সময় গেষ্ট অব অনার হিসেবে উপস্থিত ছিলেন আলহাজ্ব জালাল উদ্দিন ডিগ্রী কলেজের অধ্যাপিকা ফাতেমা আক্তার রেখা।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলাপাড়া উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব তালুকদার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এস এম রাকিবুল আহসান, পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুল ইসলাম প্রমুখ। এছাড়া এসময় উপজেলার ২০১ টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবকসহ স্থানীয় আওয়ামীলীগের বিভিন্ন অংগ সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।সাংসদ মহিব তার বক্তব্যে বলেন, আমার এ এলাকায় যেকোন ধরনের পরীক্ষায় নকলের কোন সুযোগ দেয়া যাবে না। সকলের সহযোগিতা নিয়ে নকল মুক্ত পরীক্ষার মাধ্যমে শিক্ষার্থীদের মেধা বিকাষে আরো এগিয়ে নিয়ে যেতে হবে।