বোরহানউদ্দিনে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে জানুয়ারী ২০১৯ ০২:২৮ অপরাহ্ন
বোরহানউদ্দিনে বর্ণাঢ্য ক্রীড়া প্রতিযোগিতা

ভোলার বোরহানউদ্দিনের বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ে নানা বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে বার্ষিক ক্রিড়া ও সাংস্কৃতিক প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ওই প্রতিযোগীতার উদ্বোধন করেন। 

বোরহানউদ্দিন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের পরিচালনা পর্ষদের সভাপতি মাহে আলম বাচ্চুর সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তৃতা করেন,  পৌর মেয়র মো. রফিকুল ইসলাম, উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তপন কুমার বিশ্বাস, পৌর কাউন্সিলর হারুন-অর-রশীদ, কাজী মো. কামাল প্রমুখ। এরপর মনোজ্ঞ ডিসপ্লে প্রদর্শন করে বিদ্যালয়েরর শিক্ষার্থীরা। ওই সময় শিক্ষার্থী, অভিবাবক, রাজনৈতিক ব্যক্তিত্ব, স্থানীয় সুধী সমাজ উপস্থিত ছিলেন। 

ইনিউজ ৭১/এম.আর