প্রকাশ: ২৪ জানুয়ারি ২০১৯, ১৮:২৫
টেকনাফে র্যাবের সাথে মাদককারবারিদের গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। এ ঘটনায় দুই মাদক কারবারী নিহত হয়েছেন। ঘটনাস্থল থেকে বিদেশী অস্ত্র, গুলি ও ইয়াবা উদ্ধার করা হয়েছে।জানা যায়, ২৪ জানুয়ারী ভোররাত আড়াই টারদিকে সাবরাং ইউনিয়নের উপকূলীয় বাহারছড়া মেরিন ড্রাইভ সংলগ্ন বীচ এলাকায় মাদকের চালান পাচারের সংবাদ পেয়ে র্যাব টেকনাফ ক্যাম্প কমান্ডার লেঃ মির্জা শাহেদ মাহতাবের নেতৃত্বে একটি দল ঘটনাস্থলে গেলে মাদক কারবারী ও র্যাবের সাথে গোলাগুলির ঘটনা ঘটে।
এসময় র্যাবের দুই সদস্য আহত হয়। পরে ঘটনাস্থলে গিয়ে তল্লাশী চালিয়ে বিদেশী পিস্তল ২টি, ম্যাগজিন-২, দেশীয় এলজি-১, গুলি ৪ রাউন্ড, খালি খোসা ৬ রাউন্ড. ৫০ হাজার ইয়াবাসহ ৩৫ এবং ৩৮ বছরের অজ্ঞাত দুই ব্যক্তিকে উদ্ধার করে টেকনাফ উপজেলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। নিহতদের পরিচয় এখনো পাওয়া যায়নি এবং পরিচয় উদঘাটনের চেষ্টা চলছে। তাদের পোস্ট মর্টেমের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/এম.আর