চতুর্থ আরসিজি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৪শে জানুয়ারী ২০১৯ ১২:২০ অপরাহ্ন
চতুর্থ আরসিজি সম্মেলন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের সামরিক-বেসামরিক দুর্যোগ মোকাবিলায় সমন্বয় কার্যক্রম জোরদারকরণ-সংক্রান্ত রিজিওনাল কনসালটেটিভ গ্রুপের (আরসিজি) দু’দিনব্যাপী চতুর্থ সম্মেলন শুরু হয়েছে ঢাকার হোটেল ইন্টারকন্টিনেন্টালে। এর উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বৃহস্পতিবার (২৪জানুয়ারি) সকালে রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালের বলরুমে এ অনুষ্ঠান শুরু হয়েছে।সম্মেলন চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। আরসিজি চতুর্থ সম্মেলনে ২৬টি দেশ এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক সংস্থার ১২০ জন প্রতিনিধি অংশ নিচ্ছেন। অনুষ্ঠানে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী ডা. এনামুর রহমানসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত আছেন।

এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের দেশগুলো জাতিসংঘের মানবিক সহায়তা সমন্বয়কারী সংস্থার (ইউএনওসিএইচএ) উদ্যোগে সামরিক ও বেসামরিক সমন্বয়ের মাধ্যমে বড় ধরনের দুর্যোগ মোকাবিলা কার্যক্রম জোরদারের লক্ষ্যে ২০১৪ সালের মানবিক সহযোগিতার ক্ষেত্রে একক প্ল্যাটফর্ম হিসেবে আরসিজি গঠন করা হয়। আরসিজির প্রথম সম্মেলন ২০১৫ সালের থাইল্যান্ডের ব্যাংককে, দ্বিতীয় সম্মেলন ২০১৬ সালে ফিলিপাইনে ও তৃতীয় সম্মেলন ২০১৭ সালের সিঙ্গাপুরে অনুষ্ঠিত হয়।

ইনিউজ ৭১/এম.আর