মিয়ানমার থেকে নির্যাতনের শিকার হয়ে পালিয়ে আসা ৭ লাখ রোহিঙ্গাদের আশ্রয়ের জন্য বঙ্গোপসাগরের ভাসান চরে বাংলাদেশ সরকারের নির্মিত ক্যাম্প পরিদর্শনে যাচ্ছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক সংস্থার বিশেষ দূত ইয়াং হি লি।বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) নোয়াখালীর দক্ষিণের চরটিতে ইয়াং হি লি যাচ্ছেন বলে জাতিসংঘের জেনেভা কার্যালয় থেকে জানানো হয়েছে। গত ১৯ জানুয়ারি ৭ দিনের সফরে বাংলাদেশে এসেছেন জাতিসংঘের বিশেষ দূত লি। এর আগে ১৪ থেকে ১৮ জানুয়ারি পর্যন্ত থাইল্যান্ড সফর করছেন তিনি। থাইল্যান্ড থেকেই বাংলাদেশ সফরে আসেন লি।
এ সফরকালে জাতিসংঘের বিশেষ দূত কক্সবাজারে রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেছেন। এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেনসহ সরকারি-বেসরকারি কর্মকর্তাদের সঙ্গে বৈঠকও করেছেন। বাংলাদেশ সফরের শেষ দিন আগামীকাল শুক্রবার (২৫ জানুয়ারি) রোহিঙ্গা পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলন করবেন ইয়াং হি লি। জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতিয়েরেসের এই বিশেষ দূত রোহিঙ্গা পরিস্থিতি দেখতে মিয়ানমার সফরে যেতে চাইলেও নেপিদো কর্তৃপক্ষ তাকে সেখানে প্রবেশে অনুমতি দিচ্ছে না।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।