নিরাপদ সবজি করব চাষ পুষ্টি মিলবে ১২ মাস’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আজ বৃহস্পতিবার (২৪ জানুয়ারি) থেকে শুরু হচ্ছে সবজি মেলা-২০১৯। রাজধানীর ফার্মগেটস্থ কেআইবি চত্বরে এ মেলার আয়োজন করা হয়েছে। মেলা চলবে ২৬ জানুয়ারি পর্যন্ত। তিন দিনব্যাপী এ মেলার উদ্বোধন করবেন কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক।
কৃষি মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসিরুজ্জামানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। আর বিশেষ অতিথি হিসেবে ছিলেন সংসদ সদস্য ও কৃষিবিদ আব্দুল মান্নান। এর আগে জাতীয় সবজি মেলা ২০১৯ উপলক্ষে কেআইবি চত্বর থেকে বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একটি র্যালি আবার কেআইবি চত্বরে এসে শেষ হয়।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।