ঘুষের টাকাসহ হাতেনাতে গ্রেফতার হয়েছেন কিশোরগঞ্জ সদর উপজেলার ভূমি অফিসের এক সার্ভেয়ার। বুধবার দুপুরে এক ব্যক্তির কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নেয়ার সময় তাকে আটক করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। গ্রেফতার ওই সার্ভেয়ারের নাম মো. গিয়াস উদ্দিন। এ ঘটনায় দুদক আইনে তার বিরুদ্ধে একটি মামলা করা হয়েছে। দুদক ময়মনসিংহ সমন্বিত কার্যালয়ের পরিচালক কামরুল আহসানের নেতৃত্বে দুদকের একটি দল বুধবার ভূমি অফিসে অভিযানে যায়।
গিয়ে দেখে জমি খারিজের প্রতিবেদন দেয়ার বিনিময়ে শহরের ইটালী ভবনের মালিক শাহ আবদুল হাকিমের কাছ থেকে ১০ হাজার টাকা ঘুষ নিচ্ছে ভূমি অফিসের সার্ভেয়ার গিয়াস উদ্দিন। পরে তাকে হাতেনাতে আটক করা হয়। দুদক সূত্র জানায়, গিয়াস উদ্দিন আগেও ঘুষ নিয়ে কাজ করত। আবদুল হাকিমের কাছ থেকে ঘুষ দাবির বিষয়টি আগেই জানতে পারে দুদক। পরে বুধবার দুপুরে টাকা লেনদেনের সময় সেখানে ওঁৎ পেতে থাকা দুদকের একটি দল তাকে হাতেনাতে আটক করে।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।