মাধবপাশায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
এম. কে. রানা - বার্তা প্রধান ইনিউজ৭১
প্রকাশিত: বুধবার ২৩শে জানুয়ারী ২০১৯ ১১:০১ পূর্বাহ্ন
মাধবপাশায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং সভা অনুষ্ঠিত

“মাদককে না বলুন” আমরা কখনো মাদক সেবন করবো না” বলে এয়ারপোর্ট থানার ওসি (ভারপ্রাপ্ত) আব্দুর রহমান মুকুলকে এমন প্রতিজ্ঞার কথা জানালো ছাত্র/ছাত্রীরা। গতকাল বুধবার এয়ারপোর্ট থানা পুলিশের আয়োজনে বেলা ১১টায় স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর সভায় এমন প্রতিজ্ঞা করেন মাধবপাশা চন্দ্রদ্বীপ মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র/ছাত্রীরা। 

সূত্র জানায়, এয়ারপোর্ট থানার আয়োজনে স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং এর প্রায় দুই ঘন্টাব্যাপী সভায় এয়ারপোর্ট থানার অফিসার ইনচার্জ (ভারপ্রাপ্ত) আবদুর রহমান মুকুল সহ থানার অন্যান্য অফিসাররা, জঙ্গি, মাদক, বাল্যবিবাহ ও যৌতুক সহ বিভিন্ন দিক নির্দেশনা মুলক বক্তব্য রাখেন। এ সময় অফিসার ইনচার্জ আব্দুল রহমান মুকুল পুলিশের ইতিবাচক ও নেতিবাচক দিকগুলো সরাসরি ছাত্র-ছাত্রীদের মাঝে তুলে ধরেন। ওসি’র মূল্যবান বক্তব্য শোনার পর ছাত্র-ছাত্রীদের মধ্য পুলিশ সম্পর্কে বিরুপ ধারনার অবসান ঘটেছে বলে জানিয়েছেন ছাত্র/ছাত্রীরা। এর পরপরই ছাত্র-ছাত্রীরা হাত উচু করে মাদক সেবন করবেনা বলে প্রতিজ্ঞা করেন।

ইনিউজ ৭১/এম.আর