নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২২শে জানুয়ারী ২০১৯ ১১:২৮ অপরাহ্ন
নোয়াখালীতে আ.লীগ নেতার বাড়িতে হামলা, গুলিবিদ্ধ ৪

নোয়াখালীর সদর উপজেলার আওয়ামী লীগের কর্মী ও ইউপি সদস্যের বাড়িতে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তদের হামলায় ৪ জন গুলিবিদ্ধসহ আহত ১০ জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকাল সাড়ে ৩টা থেকে ঘণ্টাব্যাপী উপজেলা দাদপুর ইউনিয়নের বারাইপুর গ্রামের ইউপি সদস্য ও আওয়ামী লীগের কর্মী জহিরের বাড়ি, স্থানীয় খলিফার হাটের পশ্চিম পাশে দোকানে হামলা চালানো হয়। গুলিবিদ্ধ যুবলীগ কর্মী সোলাইমান (২৮), সুমন (২৪), অহিদ উল্লাহ (৩৫), আওয়ামী লীগের কর্মী মো. জসিমকে (৪৫) নোয়াখালী জেনারেল হাসপাতাল ও অপর আহত যুবলীগ কর্মী জিয়া (২৪), মনির হোসেন (৪৮), মজনু (২৯), মো. মাসুদ (৩২) ও শিশু শান্তকে (৯) বিভিন্ন ক্লিনিকে ভর্তি করা হয়েছে। দাদপুর ইউনিয়ন চেয়ারম্যান ও আওয়ামী লীগের নেতা দেলোয়ার হোসেন দেলু জানান, ইউপি সদস্য ও আওয়ামী লীগের কর্মী জহিরের মামলায় মঙ্গলবার জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত প্রতিপক্ষের জনি, রাসেল, ও জহিরসহ ৩ জনের জামিন বাতিল করে জেলা কারাগারে পাঠান।জামিন বাতিলের জের ধরে তাদের প্রতিপক্ষ গ্রুপের রুহুল আমিনের ছেলে মিরাজের নেতৃত্বে ৩০-৪০ জন দুর্বৃত্ত অস্ত্রশস্ত্র নিয়ে হামলা ইউপি সদস্যের বাড়ি ও প্রতিষ্ঠানে হামলা ও ভাঙচুর করে।

এলাকাবাসী জানান, উপজেলা দাদপুর ইউপি সদস্য ও আওয়ামী লীগের কর্মী জহিরের সঙ্গে প্রতিপক্ষ গ্রুপের মিরাজসহ কয়েকজনের আধিপত্য বিস্তারের জের ধরে দীর্ঘদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। গত ২ মাস আগে মিরাজের লোকজন জহিরের বাড়িতে হামলা চালায়। তাদেরকে বাধা দিতে গেলে এলোপাতাড়ি পিটিয়ে জহিরের শরীরে গুলি করে গুরুতর আহত করে। গুলিবিদ্ধ জহির ঢাকা চিকিৎসাধীন থেকে সুস্থ হয়ে থানায় সন্ত্রাসী চনি ওরফে জনি, রাসেল ও জহিরসহ ২০-২৫ জনকে আসামি করে মামলা করছে। ওই মামলায় মঙ্গলবার জেলা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের হাজিরা দিতে গেলে বিচারক তাদের জামিন বাতিল করে জেলা কারাগারে প্রেরণ করছে। সুধারাম মডেল থানার ওসি আনোয়ার হোসেন জানান, দাদপুর ইউনিয়নের খলিফার হাটের পশ্চিমে দোকানে ও ইউপি সদস্য জহিরের বাড়িতে প্রতিপক্ষ গ্রুপের দুর্বৃত্তরা হামলা চালিয়ে কয়েকজনকে গুলি করার অভিযোগ পাওয়া গেছে।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব