ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামী গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
গাজী আবুল কালাম , উপজেলা প্রতিনিধি ইন্দুরকানী (পিরোজপুর)
প্রকাশিত: মঙ্গলবার ২২শে জানুয়ারী ২০১৯ ০৫:৩০ অপরাহ্ন
ইন্দুরকানীতে সাজাপ্রাপ্ত তিন পলাতক আসামী গ্রেফতার

ইন্দুরকানীতে সাজা প্রাপ্ত তিন আসামীকে গ্রেপতার করেছে ইন্দুরকানী থানা পুলিশ। উপজেলার পত্তাশী গ্রামথেকে  গতকাল পর্যন্ত এদের গ্রেপতার করা হয়।এএস আই শাহাদৎ হোসেনের নেত্রীত্বে পত্তাশী গ্রামের যোগেষ মৃধার ছেলে অনিল মৃধাকে অভিযান চালিয়ে আটক করেছে। আদালত কতৃক তার ৬ মাসের সাজা ও ৭ লক্ষ ৫০ হাজার টাকা জরিমানার দন্ড রয়েছে। অপরদিকে একই গ্রামের গনি মোল্লার ছেলে ৬ মাসের  সাজা প্রাপ্ত আসামী অনিক মোল্লাকে ইন্দুরকানী থানার এএস আই আব্বাস মিয়া গ্রেপতার করে। চেক ডিজনার মামলায়  ৬ মাসের সাজা প্রাপ্ত আসামী সাধনা রানী নামের এক মহিলাকে গ্রেপতার করতে সক্ষম হয় ইন্দুরকানী থানার এস আই শফিকুল ইসলাম, সাধনা রানি দির্ঘদিন পর্যন্ত পালাতক ছিল।  

ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত অফিসার হাবিবুর রহমান  জানান, এই সকল আসামিগন অনেকদিন যাবত পালিয়েছিল, আমি কিছুদিন পূর্বে দায়িত্ব নিয়েছি এই থানায় থানার সকল কার্যক্রম গতীশিল করতে চেষ্টা করছি। রবিবার  এক ইয়াবা ব্যাবসায়ীকে গ্রেপতার করা হয়েছে। এভাবেই অভিজান চলবে।ইন্দুরকানীকে মাদক, ইভটিজিং, বাল্য বিয়েসহ সকল অপরাধ মুক্ত করার চেষ্টা অব্যাহত থাকবে।