বরিশালের আগৈলঝাড়ায় দশ বছরের সাজাপ্রাপ্ত ও ঢাকার হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামীকে গ্রেফতার করেছে পুলিশ। থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আফজাল হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে এএসআই জাহিদুর রহমান সোমবার রাতে উপজেলার পূর্ব সুজনকাঠি গ্রাম থেকে ওই গ্রামের আব্দুল হক মোল্লার ছেলে দশ বছরের সাজাপ্রাপ্ত আসামী আনিচ মোল্লা (৫৫)কে গ্রেফতার করেছে।
গ্রেফতারকৃত আনিচ মোল্লাকে আগৈলঝাড়া থানার জিআর ৫০/১৪ মামলায় বরিশালের একটি আদালত দু’টি ধারায় পাঁচ বছর করে মোট ১০ বছরের কারাদন্ডের আদেশ প্রদান করেন। রায় ঘোষণার পর থেকেই আনিচ পলাতক ছিল। এছাড়াও আনিচ ঢাকার খিলগাঁও থানায় জিআর ২১/১২/৯৯ হত্যা মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী। সাজাপ্রাপ্ত আনিচকে মঙ্গলবার সকালে বরিশাল কেন্দ্রীয় জেলে প্রেরণ করা হয়েছে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।