মধুখালীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: মঙ্গলবার ২২শে জানুয়ারী ২০১৯ ০১:৪৭ অপরাহ্ন
মধুখালীতে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

র‌্যাব-৮, সিপিসি-২ ফরিদপুর ক্যাম্পের একটি বিশেষ আভিযানিক দল ফরিদপুর জেলার মধুখালী থানা এলাকায় মাদক বিরোধী অভিযান ও নিয়মিত টহল ডিউটি করাকালীন সময় গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী রেলগেইট এলাকায় মাদকদ্রব্য ক্রয়- বিক্রয় হচ্ছে। উক্ত সংবাদ উর্দ্ধতন কর্তৃপক্ষকে অবহিত করে প্রাপ্ত সংবাদের সত্যতা যাচাইয়ের লক্ষ্যে বিশেষ আভিযানিক দলটি ২১ জানুয়ারি ২০১৯ইং তারিখ রাতে ফরিদপুর জেলার মধুখালী থানাধীন মধুখালী রেল গেইট এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ হুমায়ুন কবির(১৯), পিতাঃ নূর ইসলাম, সাং-সোনাবাড়িয়া, থানাঃ কলারোয়া, জেলাঃ সাতক্ষীরা‘কে ৮০০ (আটশত) বোতল ফেন্সিডিলসহ হাতে নাতে আটক করে। উক্ত বিপুল পরিমান ফেন্সিডিল সমূহ একটি প্রাইভেটকারের মাধ্যমে বিশেষ কৌশলে বিক্রয়ের উদ্দেশ্যে পরিবহন করা হচ্ছিল বলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব জানতে পারে।

এ সময় ফেন্সিডিল পরিবহনের কাজে ব্যবহৃত প্রাইভেটকারটি জব্দ করা হয়। উল্লেখ্য যে, ধৃত আসামী একজন পেশাদার ফেন্সিডিল ব্যবসায়ী এবং সে দীর্ঘ দিন যাবৎ বাংলাদেশের দক্ষিণ পশ্চিম সীমান্তবর্তী যশোর ও সাতক্ষীরা জেলার সীমান্ত এলাকা দিয়ে ভারত হতে ফেন্সিডিল সংগ্রহ করে পাইকারী ভিত্তিতে ফরিদপুরসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করে থাকে। আটককৃত আসামীর বিরুদ্ধে পূর্বে একাধিক মাদক মামলা রয়েছে। আটককৃত আসামীকে উদ্ধারকৃত প্রাইভেটকার এবং ফেন্সিডিলসহ ফরিদপুর জেলার মধুখালী থানায় হস্তান্তর করা হয়। এ সংক্রান্তে ফরিদপুর জেলার মধুখালী থানায় একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

ইনিউজ ৭১/এম.আর