ভোলায় জাতীয় সংসদের ১১৫ তম (নারী সংরক্ষিত ১৫) আসনে মহিলা এমপি হতে আওয়ামী লীগ থেকে মনোননয়নপত্র নিয়েছেন ১০ জন। তারা হলেন, জেলা আওয়ামী মহিলা লীগের সভাপতি এ্যাডভোকেট মমতাজ বেগম, সাধারণ সম্পাদক ও জেলা পরিষদের বর্তমান ভাইস মহিলা চেয়ারম্যান অধ্যক্ষ শাফিয়া খাতুন, মনপুরা উপজেলার চেয়ারম্যান সেলিনা চৌধুরী, জেলা যুব মহিলা লীগের আহবায়ক খাদিজা আক্তার স্বপ্না, জেলা যুব মহিলা লীগের যুগ্ম আহবায়ক রেহানা ফেরদৌস, ওবায়দুল হক মহাবিদ্যালয়ের অধ্যাপক ও মহিলা নেত্রী জিনাত রেহানা, এ্যাডভোকেট জুবলি, দৌলতখান উপজেলার আওয়ামী নেত্রী অঞ্জলি রানী অঞ্জু, লালমোহন উপজেলা যুব মহিলা লীগের সভাপতি কামরুন নাহার সুমি, মহিলা নেত্রী সালমা আক্তার বুলু।
সংরক্ষিত আসনে মহিলা এমপি সাধারণত তার এলাকার মহিলাদের উন্নয়নের জন্য কাজ করে থাকেন। এলাকার মহিলাদের হয়ে সংসদে প্রতিনিধিত্ব করেন।
ইনিউজ ৭১/এম.আর
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।