ইয়াবার পাওনা টাকার জেরে যুবককে খুন

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: সোমবার ২১শে জানুয়ারী ২০১৯ ০৫:৫১ অপরাহ্ন
ইয়াবার পাওনা টাকার জেরে যুবককে খুন

বান্দরবানের নাইক্ষ্যংছড়ির ঘুমধুম ইউনিয়নের তুমব্রু গ্রামে ইয়াবা ব্যবসার লেনদেন সংক্রান্ত বিরোধ নিয়ে ছুরিকাঘাতে ফরিদ আলম(২৬) নামের এক যুবকের মৃত্যু হয়েছে। সে উত্তর পাড়ার বার্মাইয়া জমির আহমদের ছেলে।সোমবার সকাল অনুমান সাড়ে ৮ টার সময় একই পাড়ার জাফর আলমের ছেলে আবুল কালামের সাথে ফরিদ আলমের ইয়াবার পাওনা টাকা নিয়ে বাকবিতণ্ডা হয়। এক পর্যায়ে ফরিদ আলম লোহার রড নিয়ে আবুল কালামের মাথায় আঘাত করলে, আবুল কালাম কোমরে থাকা ধারালো চাকু দিয়ে ফরিদ আলমের পেটে ছুরিকাঘাত করলে মাটিতে লুটিয়ে পড়ে।

তাৎক্ষনিক স্থানীয়রা উদ্ধার করে উখিয়া উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ফরিদ আলমকে মৃত্যু ঘোষণা করে। ঘুমধুম পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ ইমন চৌধুরী জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। পুলিশ লাশের সুরতহাল তৈরী করে ময়না তদন্তের জন্য কক্সবাজার মর্গে পাঠানো হয়েছে। ঘাতক আবুল কালামকে আটক করতে সক্ষম হয়। এ ব্যাপারে মামলার প্রক্রিয়া চলছে বলে ইমন চৌধুরী জানান।

ইনিউজ ৭১/টি.টি. রাকিব