প্রকাশ: ২০ জানুয়ারি ২০১৯, ৩:৪০
লন্ডনের মাদাম তুসো বিশ্বজুড়ে পর্যটকদের কাছে অত্যন্ত জনপ্রিয় একটি ভ্রমণস্থান। এবার মাদাম তুসো জাদুঘরের অভিজ্ঞতা আপনি অর্জন করতে পারবেন ঢাকাতে বসেই। মাদাম তুসো জাদুঘরের মতো আপনি যদি আপনার প্রিয় তারকাকে দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে গুলশান ১-এর সেলিব্রেটি গ্যালারিতে। সেলিব্রেটি গ্যালারিতে বিগত ও বর্তমান সময়ের বিশ্বের নামীদামী ৩২ জন তারকার ভাস্কর্য্য দেখার সুযোগ মিলবে আপনার। ভাস্কর্য্য নির্মাণে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে খ্যাতিসম্পন্ন ভাস্কর মৃণাল হক ফাইবার গ্লাস দিয়ে এই ভাস্কর্যগুলো তৈরি করেছেন।
ভাস্কর মৃণাল হক বলেন, এই গ্যালারিতে মোট ৪০ টি ভাস্কর্য্যের প্রদর্শনীর পরিকল্পনা রয়েছে আমার। এখনও পর্যন্ত আগত দর্শকদের কাছ থেকে বেশ ভাল সাড়া পেয়েছি। প্রথম দিন থেকেই দর্শকদের মাঝে বেশ আলোড়ন তুলেছে সেলিব্রেটি গ্যালারি। তবে প্রচারণার অভাবে এই গ্যালারি সম্পর্কে অধিকাংশ মানুষ এখনও জানেনা, যোগ করেন তিনি।
নপ্রতিদিন বেলা ১২টা থেকে রাত ৮ টা পর্যন্ত দর্শকদের জন্য উন্মুক্ত থাকে গ্যালারিটি। তবে, প্রদর্শনীর ক্ষেত্রে টিকেট চালু করার ব্যাপারে এখনও কোন সিদ্ধান্ত নেয়নি কর্তৃপক্ষ। তাই এখন বিনামূল্যেই নিজের প্রিয় তারকার ভাস্কর্য্য দেখা যাবে সেলেব্রেটি গ্যালারিতে।
ইনিউজ ৭১/টি.টি. রাকিব