রাঙ্গুনিয়ায় মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২০শে জানুয়ারী ২০১৯ ০৫:১৪ অপরাহ্ন
রাঙ্গুনিয়ায় মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করতে মাঠ দিবস

রাঙ্গুনিয়ায় মৎস্য চাষীদের উদ্বুদ্ধ করতে প্রদর্শনী পুকুর এলাকায় মাঠ দিবস ও মৎস্য প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে। রোববার (২০ জানুয়ারি) দুপুরে উপজেলা মৎস্য দপ্তরের আয়োজনে ও এনএটিপি (ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম)-২ প্রকল্পের আওতায় পারুয়া ইউনিয়নের কাটাখালী চাষীর পুকুর পাড় এলাকায় এ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা মৎস্য কর্মকর্তা স্বপন চন্দ্র দে’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মুহাম্মদ আলী শাহ। 

বক্তব্য দেন উপজেলা মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা সাদ্দাম হোসেন, রাঙ্গুনিয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক আব্বাস হোসাইন আফতাব, পারুয়া ইউনিয়ন মৎস্য সম্প্রসারণ প্রতিনিধি (লিফ) নাজিম মুহাম্মদ লোকমান, মৎস্য খামারী মো. জহুরুল ইসলাম, কাজী মো. আনোয়ারুল ইসলাম প্রমুখ। মৎস্য খামারীদের উদ্বুদ্ধ করতে উপজেলার ১৫ ইউনিয়নে প্রদর্শনী পুকুর এলাকায় পর্যায়ক্রমে  মাঠ দিবস অনুষ্ঠিত হবে।