চন্দ্রঘোনায় আগুনে পুড়েছে ৪ গোডাউন ও বসতঘর

নিজস্ব প্রতিবেদক

প্রকাশিত: রবিবার ২০শে জানুয়ারী ২০১৯ ০৫:১২ অপরাহ্ন
চন্দ্রঘোনায় আগুনে পুড়েছে ৪ গোডাউন ও বসতঘর

রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা লিচুবাগান ও দোভাষীবাজারের মাঝামাঝি এলাকার জেনেরটর বস্তিতে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। রবিবার (২০ জানুয়ারি) সকাল ১০টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে। অগ্নিকান্ডে ১টি ক্রোকারিজ, ২টি লেপ-তোষক ও ১টি ফার্নিচার দোকানের গোডাউন এবং ১টি বসতঘর পুড়ে ছাই হয়ে গেছে। আগুনে প্রায় ৪০ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্তরা। খবর পেয়ে রাঙ্গুনিয়া ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নিয়ন্ত্রণে আনেন।  আগুনে ক্ষতিগ্রস্ত একটি গোডাউনের জমিদার মো. জাহাঙ্গীর বলেন, ‘রবিবার সকাল ১০টার দিকে লেপ-তোষকের গোডাউন থেকে হঠাৎ আগুন ধরে যায়। মুহুর্তে আগুন পাশের গোডাউন ও বসতঘরে ছড়িয়ে পড়ে। এতে দোভাষী বাজারের মো. এমরানের মালিকানাধীন শাহ আমানত ক্রোকারিজের গোডাউন, মো. সফি সওদাগরের মালিকানাধীন মদিনা বেডিং এর গোডাউন, মো. ইব্রাহীমের মালিকানাধীন মদিনা ফার্নিচারের গোডাউন, মো. সেলিমের মালিকানাধীন বসতঘর ও অপর একটি লেপ তোষকের গোডাউন পুড়ে ছাই হয়ে যায়।

ক্রোকারিজ গোডাউনটি পুড়ে আনুমানিক প্রায় ৩০ লাখ টাকা, লেপ-তোষকের গোডাউন দুটিতে তুলা পরিষ্কার করার মেশিন সহ ৪ লাখ টাকা, ফার্নিচার দোকানে ৩ লাখ ও বসতঘরে ৩ লাখ টাকার ক্ষতি হয়েছে। এছাড়াও গুদামে রাখা ১০টিরও অধিক গ্যাস সিলিন্ডার বিষ্পোরিত হয়। আগুন লাগার খবরে স্থানীয়রা সহ রাঙ্গুনিয়া ও কাপ্তাই ফায়ার সার্ভিসের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনেন। রাঙ্গুনিয়া ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা লিটন হাওলাদার বলেন, ‘চন্দ্রঘোনায় আগুন লাগার খবরে দ্রæত ঘটনাস্থলে ছুটে যায়, আমাদের সাথে কাপ্তাই সার্ভিসের একটি ইউনিটও পরবর্তীতে এসে যোগ দেয়। দুটি ইউনিট যৌথভাবে কাজ করে প্রায় দুই ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সুত্রাপাত হয়েছে বলে আমরা ধারণা করছি।’

ইনিউজ ৭১/টি.টি. রাকিব