রোহিঙ্গা ক্যাম্পে ভুঁয়া এনআইডি তৈরীর সরঞ্জাম আটক

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: রবিবার ২০শে জানুয়ারী ২০১৯ ১০:৫৫ পূর্বাহ্ন
রোহিঙ্গা ক্যাম্পে ভুঁয়া এনআইডি তৈরীর সরঞ্জাম আটক

উখিয়ায় সেনাবাহিনীর একটি দল রোহিঙ্গা ক্যাম্প ও কুতুপালং বাজারে গড়ে উঠা কম্পিউটার দোকানে বিশেষ অভিযান চালিয়ে ন্যাশনাল আইডি কার্ড তৈরির মেশিনসহ দুইজনকে আটক করেছে।সমপ্রতি এ অভিযান চালানো হয়।জানা যায়, উখিয়া সেনা ক্যাম্পে দায়িত্বরত লে. আফিফ এর নেতৃত্বে একদল সৈনিক গোপন সংবাদের ভিত্তিতে কুতুপালং রোহিঙ্গা ক্যাম্প ও বাজারে অভিযান চালিয়ে রোহিঙ্গাদের ভুঁয়া আইডি কার্ড এর কাজে ব্যবহ্নত ১০ টি ল্যাপটপ, ১৪ টি, প্রিন্টার, ২ টি লেমিনেটিং মেশিন, ৩ টি স্কানিং মেশিন, ৩ টি মনিটর, ৪ টি সিপিইউ ও ১ টি মোবাইলসহ কক্সবাজারের ঈদগাহ পূর্ব লরাবাগ গ্রামের হাজী আমির হোসনের ছেলে মোঃ রাসেল (৩০), ক্যাম্প ২ এর এ-১ ব্লকের বাসিন্দা আবুল হোসনের ছেলে মোঃ হাশেম (২৫) কে ন্যাশনাল আইডি কার্ড তৈরির সরঞ্জামাদিসহ আটক করে উখিয়া থানা পুলিশের নিকট হস্তান্তর করেছে।এব্যাপারে উখিয়া থানার ওসি মোঃ আবুল খায়ের ঘটনার সত্যতা স্বীকার করে বলেন আটককৃতদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা হয়েছে।