প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ২২:৪৩
গোপন সংবাদের ভিত্তিতে গত ১৪ জানুয়ারি ২০১৯ ইং বিকাল ৫ ঘটিকায় বাংলাদেশ কোস্ট গার্ড পূর্ব জোনের অধীনস্থ বিসিজি আউট পোষ্ট পতেঙ্গা কর্তৃক একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। উক্ত অভিযানে পতেঙ্গা থানাধীন এয়ার পোর্ট রোড হতে একটি সন্দেহজনক কাভার্ড ভ্যান তল্লাশি করে মাউন্টিং শীপিং এজেন্ট এর ২৩ টি মাস্টার কার্টুন ভর্তি অবৈধ বিদেশী সিগারেট (৩০৩ Special Filters ৩৮৪৫ প্যাকেট এবং ৩০৩ Luxury Filters ৭৯৫ প্যাকেট) জব্দ করা হয়।
জব্দকৃত সিগারেট গুলোর আনুমানিক বাজার মূল্য ৭৫,১৬,৫০০/০০ ( টাকা পঁচাত্তর লক্ষ ষোল হাজার পাঁচশত মাত্র)। জব্দকৃত সিগারেট পরবর্তী কার্যক্রমের জন্য যথাযথ কর্তৃপক্ষের নিকট হস্তান্তর প্রক্রিয়া চলমান রয়েছে। এ সংক্রান্ত স্থির চিত্র সংযুক্ত করা হলো।
ইনিউজ ৭১/এম.আর