প্রকাশ: ১৫ জানুয়ারি ২০১৯, ২২:১৫
সান্তাহার জংশন ষ্টেশনে রেলওয়ে পুলিশ আন্তঃনগর ট্রেন থেকে ২০০ বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধারসহ এক নারীসহ দুইজনকে গ্রেফতার করেছে। সান্তাহার রেলওয়ে থানা সুত্রে জানাযায়, সোমবার বিকেলে দিনাজপুর থেকে ঢাকাগামী আন্তঃনগর দ্রতযান ট্রেন সান্তাহার জংশন ষ্টেশনে পৌছার পর স্থানীয় রেলওয়ে থানার এস,আই এমইদুল গোপন সংবাদের ভিত্তিতে সংগীয় ফোসসহ ওই ট্রেনের একটি বগি তল্লাশি করে দুটি চালের বস্তার ভিতরে করে দুইশো পীচ ভারতীয় ফেন্সিডিল বহনকালে উক্ত মালসহ জয়পুহাটের পাচঁবিবি ইপজেলার ভিমপুর গ্রামের হামিদুল ইসলামের স্ত্রী মনিরা বেগম (৩৩) ও একই উপজেলার পশ্চিম করিয়া গ্রামের খালেকুল ইসলামের ছেলে তালেকুল ইসলাম (৪০)কে গ্রেফতার করে গত মঙ্গলবার জয়পুরহাট জেল হাজুতে প্রেরন করেছে।
ইনিউজ ৭১/এম.আর