মির্জাগঞ্জের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক
উত্তম গোলদার
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই জানুয়ারী ২০১৯ ০৪:০৯ অপরাহ্ন
মির্জাগঞ্জের ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন সভা অনুষ্ঠিত

পটুয়াখালীর মির্জাগঞ্জ উপজেলা স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন(২য় রাউন্ড) উপলক্ষে উপজেলা পর্যায়ে অবহিতকরন ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কম্পপ্লেক্স মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা দিলরুবা ইয়াসমিনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল জাকী।

উপজেলা মেডিকেল অফিসার মোঃ হাসান জামানের স ালনায় সভায় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ শফিকুল ইসলাম,উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কাজী শাইফুদ্দিন ওয়ালীদ,যুব উন্নয়ন কর্মকর্তা সুনিল কুমার রায়,মির্জাগঞ্জ থানর ওসি তদন্ত মোঃ শাহ আলম ও সহকারি প্রাথমিকি শিক্ষা অফিসার জিন্নাত জাহান প্রমূখ। স্বাগত বক্তব্যে উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা বলেন,আগামী ১৯ জানুয়ারী মির্জাগঞ্জের ৬টি ইউনিয়নের ১৪৫টি টিকাদান কেন্দ্রে ৬ থেকে ১১মাস পর্যন্ত ২ হাজার ২৪১জন শিশুকে এবং ১২ মাস থেকে ৫৯ মাস পর্যন্ত ২০ হাজার ৩৬৬ জন শিশুকে ভিটামিন এ প্লাস খাওয়ানো হবে। এ সময়ে সভায় উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের সরকারি কর্মকর্তা,ইমাম ও সাংবাদিকগন উপস্থিত ছিলেন।

ইনিউজ ৭১/এম.আর