পিরোজপুরের কাউখালী উপজেলা পরিষদ নির্বাচনে ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন বিভিন্ন স্তরের নেতাকর্মী, ইউপি সদস্য ও স্থানীয় জনসাধারনের সঙ্গে মতবিনিময় করেছেন। জনপ্রিয় এই নেতা মঙ্গলবার সকালে উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ সম্মুখে মতবিনিময় সভায় বক্তব্য দেন, ভাইস চেয়ারম্যান প্রার্থী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মৃদুল আহম্মেদ সুমন, উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি বীর মুক্তিযোদ্ধা প্রবীন সাংবাদিক এ.বিএম শাহ জাহান, ইউপি চেয়ারম্যান সিকদার মোঃ দেলোয়ার হোসেন প্রমুখ। পরে বিভিন্ন হাট-বাজারে গনসংযোগ করেন।