জাগো উখিয়ার ৭ দাবি আদায়ে স্মারকলিপি ১৬ জানুয়ারি

নিজস্ব প্রতিবেদক
শ.ম.গফুর , উপজেলা প্রতিনিধি উখিয়া- কক্সবাজার
প্রকাশিত: মঙ্গলবার ১৫ই জানুয়ারী ২০১৯ ০৩:৪১ অপরাহ্ন
জাগো উখিয়ার ৭ দাবি আদায়ে স্মারকলিপি ১৬ জানুয়ারি

রোহিঙ্গাদের কারণে ক্ষতিগ্রস্ত উখিয়া-টেকনাফের চাকরিচ্যুতদের চাকরি ফেরত ও বেকারদের শতভাগ চাকরি নিশ্চিত করণসহ বেশকিছু দাবিতে এনজিওগুলোর বিরুদ্ধে  সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সংবাদ সম্মেলনে তরুণদের পক্ষে ৭ দফা দাবী তুলে ধরেন এ্যাডভোকেট শফিউল করিম মিঠু। এতে ১৬ জানুয়ারী (বুধবার) জেলা প্রশাসক, উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাচিত জনপ্রতিনিধি বরাবরে স্বারকলিপি প্রদানের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। সোমবার (১৪ জানুয়ারী) উখিয়ার নুর হোটেলে উখিয়া উপজেলার তরুণদের নিয়ে গঠিত "জাগো উখিয়া" নামের একটি সংগঠনের ব্যানারে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

এতে উপস্থিত ছিলেন, উখিয়া প্রেসক্লাব সভাপতি সরওয়ার আলম শাহীন, সাংবাদিক শফিক আযাদ, উখিয়া নিউজ সম্পাদক ওবাইদুল হক আবু, সুজনের সভাপতি নুর মুহাম্মদ সিকদার, এ্যাডভোকেট শফিউল করিম,এম.সালাহ উদ্দিন আকাশ,রফিক মাহমুদ, অলি উল্লাহ্, মাসুদ, সোহেল রানা, ইব্রাহীম, তহিদ, সাজ্জাদ, হেলাল উদ্দিন, ছালামত উল্লাহ প্রমূখ। উল্লেখ্য, সাম্প্রতিক সময়ে রোহিঙ্গা ক্যাম্পে এনজিওতে কর্মরত স্থানীয়দের ছাঁটাই করে বহিরাগতদের কর্মসংস্থান করে দিচ্ছে কতিপয় কিছু এনজিও কর্মকর্তা। এনিয়ে গত বেশ কিছুদিন ধরে কক্সবাজারে সর্বস্তরের মানুষের মধ্যে প্রচন্ড ক্ষোভ বিরাজ করছে। বিভিন্ন সংবাদ মাধ্যমেও এ সংক্রান্ত সংবাদ প্রকাশিত হয়েছে। গত কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমেও বিষয়টি নিয়ে তুমুল প্রতিবাদের ঝড় উঠেছে।

ইনিউজ ৭১/এম.আর