অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, “এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”
বুধবার (১২ নভেম্বর) রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় কানাডীয় সাত সদস্যের সংসদীয় প্রতিনিধিদলের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এ মন্তব্য করেন।
সিনেটর সালমা আতাউল্লাহজানের নেতৃত্বাধীন প্রতিনিধি দলের সঙ্গে বৈঠকে উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক জোরদার, রোহিঙ্গা সংকট মোকাবিলা ও উন্নয়ন সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা করে।
প্রধান উপদেষ্টা বলেন, “আপনারা এমন এক সময়ে বাংলাদেশে এসেছেন, যখন দেশটি এক ঐতিহাসিক রূপান্তরের মধ্য দিয়ে যাচ্ছে— তরুণ নেতৃত্বের আন্দোলনের ফল হিসেবে। এখন আমরা নির্বাচনের প্রস্তুতি নিচ্ছি, যা জাতির জন্য এক ঐতিহাসিক মুহূর্ত হয়ে উঠবে।”
তিনি কানাডার প্রতি রোহিঙ্গা ইস্যুতে দীর্ঘদিনের সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বলেন, “রোহিঙ্গা সংকটের আট বছর পেরিয়ে গেছে। তাদের নিজ দেশে প্রত্যাবর্তনই একমাত্র টেকসই সমাধান।”
প্রধান উপদেষ্টা আরও বলেন, “প্রায় ১২ লাখ রোহিঙ্গা বাংলাদেশে বাস করছে। তারা জানে না তাদের নাগরিকত্ব কী বা ভবিষ্যৎ কী। আন্তর্জাতিক সহায়তা কমে যাওয়ায় পরিস্থিতি আরও জটিল হয়ে পড়ছে।”
বৈঠকে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও এসডিজিবিষয়ক সিনিয়র সচিব লামিয়া মোরশেদ উপস্থিত ছিলেন।