আগামী বছরের ফেব্রুয়ারিতে অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনে অন্তত ১০ জন আন্তর্জাতিক পর্যবেক্ষক পাঠানোর ঘোষণা দিয়েছে যুক্তরাষ্ট্রভিত্তিক প্রতিষ্ঠান ইন্টারন্যাশনাল রিপাবলিকান ইনস্টিটিউট (আইআরআই)।
মঙ্গলবার (২১ অক্টোবর) সন্ধ্যায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করে আইআরআই প্রতিনিধিদল এ নিশ্চয়তা দেয়।
আইআরআইয়ের পরিচালনা পর্ষদের সদস্য ক্রিস্টোফার জে ফুসনার বলেন, “ফেব্রুয়ারিতে আমরা শক্তিশালী নির্বাচনী পর্যবেক্ষণ করব। পর্যবেক্ষক মোতায়েন ভোটের সময় সহিংসতার সম্ভাবনা হ্রাস করবে।”
বৈঠকে উপস্থিত ছিলেন সেন্টার ফর এ নিউ আমেরিকান সিকিউরিটির (সিএনএএস) সিনিয়র ফেলো লিসা কার্টিস, আইআরআইয়ের নির্বাচনী বিশেষজ্ঞ জেসিকা কিগান, আবাসিক প্রোগ্রাম ডিরেক্টর স্টিভ সিমা এবং ন্যাশনাল ডেমোক্রেটিক ইনস্টিটিউটের (এনডিআই) প্রোগ্রাম ডিরেক্টর জেমি স্পাইকারম্যান।
দলটি বর্তমানে বাংলাদেশ সফরে রয়েছে এবং প্রধান সব রাজনৈতিক দলের সঙ্গে বৈঠক করার কথা রয়েছে। প্রতিনিধিদল নির্বাচনী পরিবেশ, সংস্কার এবং গণতান্ত্রিক প্রক্রিয়া নিয়ে মতবিনিময় করে।
ফুসনার বলেন, “সব দলই নির্বাচনে অংশ নিতে আগ্রহী। আগের নির্বাচনের তুলনায় এবার পরিবেশ অনেক ইতিবাচক।”
আইআরআই প্রতিনিধিরা বলেন, নির্বাচনকে আরও স্বচ্ছ করতে সুশীল সমাজ ও তরুণ ভোটারদের অন্তর্ভুক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভুয়া তথ্যের প্রসার রোধেও তারা সতর্কতা জোরদার করার আহ্বান জানান।