মহাদেবপুরের ধান-চাল ব্যবসায়ী ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনীর বিরুদ্ধে প্রতারণার অভিযোগ তুলে পাওনা টাকা আদায় ও গ্রেফতারের দাবি জানিয়েছেন ক্ষুদ্র ব্যবসায়ী ও কৃষকরা।
সোমবার দুপুরে নওগাঁ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন করেন ভুক্তভোগীরা। মানববন্ধনে অংশ নেন বেলাল ট্রেডার্সের মালিক বেলাল হোসেন, মোল্লা ট্রেডার্সের সামিউল আলম, আতাউর রহমান, মিজ্নুর রহমানসহ প্রায় ২৫০ জন ব্যবসায়ী ও কৃষক।
মানববন্ধনে বক্তারা জানান, ওসমান এগ্রো লিমিটেডের মালিক ওসমান গনীর কাছে প্রায় ৩৫ কোটি টাকা পাওনা রয়েছে। এ টাকা পরিশোধ না করে তিনি হঠাৎ করে নিজেকে দেউলিয়া ঘোষণা করেছেন। অথচ তার রাজধানীসহ বিভিন্ন স্থানে বিপুল সম্পদ রয়েছে বলে অভিযোগ করেন বক্তারা।
বেলাল হোসেন বলেন, "আমাদের কাছ থেকে ধান-চাল নিয়ে এখন টাকা পরিশোধ করছেন না। ওসমান গনীর বিরুদ্ধে একাধিক মামলায় গ্রেফতারি পরোয়ানা থাকা সত্ত্বেও তিনি বহাল তবিয়তে মিল পরিচালনা করছেন। আমাদের অর্থ না পেয়ে আমরা অসহায় অবস্থায় পড়েছি।"
অন্য এক ভুক্তভোগী সামিউল আলম জানান, পাওনা টাকা না পেয়ে অনেক ব্যবসায়ী ও কৃষক তাদের পরিবার নিয়ে দারুণ সংকটে পড়েছেন। তিনি বলেন, "আমাদের একমাত্র দাবি, দ্রুত ওসমানকে গ্রেফতার করে তার কাছ থেকে পাওনা টাকা উদ্ধার করা হোক।"
মানববন্ধন শেষে জেলা প্রশাসকের কাছে একটি স্বারকলিপি প্রদান করা হয়। এতে প্রতারণার সঙ্গে জড়িতদের শাস্তি এবং পাওনাদারদের অর্থ ফেরতের ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।
ভুক্তভোগীদের অভিযোগ, ওসমান গনীর সম্পদ ও কার্যক্রম তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হলে তাদের অর্থ ফেরত পাওয়ার সম্ভাবনা রয়েছে। এখন প্রশাসনিক উদ্যোগই তাদের শেষ ভরসা।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।