পিরোজপুরে সদর উপজেলার বাজুকাটি নুরুল কুরআন নুরিয়া মাদ্রাসার আড়াই শতাধিক শিক্ষার্থীর মাঝে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র বিতরণ করেছে জেলা পুলিশ। রোববার সকালে অনুষ্ঠিত এ বিশেষ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসের।
এ সময় পুলিশ সুপার শিক্ষার্থীদের হাতে পবিত্র কুরআন শরিফ ও শীতবস্ত্র তুলে দিয়ে বলেন, "পিরোজপুর জেলা পুলিশ সর্বদা জনগণের পাশে রয়েছে। আমাদের একমাত্র উদ্দেশ্য জনগণের কল্যাণ সাধন এবং তাদের সেবা করা। এ ধরনের জনকল্যাণমূলক কর্মকাণ্ড ভবিষ্যতেও অব্যাহত থাকবে।"
পিরোজপুরের পুলিশ সুপার আরও বলেন, "জেলা পুলিশ যখনই জনগণের সাহায্যের প্রয়োজন অনুভব করবে, তখনই তারা তাদের সর্বোচ্চ ত্যাগ স্বীকারে প্রস্তুত থাকবে।" তিনি জেলা পুলিশের বিভিন্ন সামাজিক কার্যক্রমের কথা তুলে ধরে জানান, পুলিশের পক্ষ থেকে মাদ্রাসা শিক্ষার্থীদের শিক্ষার পরিবেশ আরও উন্নত করার জন্য বিভিন্ন ধরনের সহায়তা প্রদান করা হচ্ছে।
এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) শেখ মোস্তাফিজুর রহমান, পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুস সোবহানসহ জেলা পুলিশের অন্যান্য কর্মকর্তাগণ।
এ ধরনের উদ্যোগের মাধ্যমে পিরোজপুর জেলা পুলিশ একদিকে যেমন শিক্ষার্থীদের সহযোগিতা করছে, তেমনি শীতের মৌসুমে গরিব ও অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে তাদের দুর্দশা লাঘব করার চেষ্টা করছে। জেলা পুলিশের এমন উদ্যোগে মাদ্রাসার শিক্ষার্থীরা বিশেষভাবে খুশি এবং ভবিষ্যতেও আরও এ ধরনের সাহায্য-সহযোগিতা অব্যাহত থাকবে বলে তারা আশাবাদী।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।