জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন- জামায়াতে আমির

নিজস্ব প্রতিবেদক
জিয়াউল হক জুয়েল (স্টাফ রিপোর্টার)
প্রকাশিত: মঙ্গলবার ২৬শে নভেম্বর ২০২৪ ০৩:৪১ অপরাহ্ন
জুলাই বিপ্লবের মাধ্যমে বাংলাদেশকে আল্লাহ আমাদের হাতে তুলে দিয়েছেন- জামায়াতে আমির

বাংলাদেশ জামায়াতে ইসলামী’র আমীর ডা. শফিকুর রহমান ২৬ নভেম্বর রাতে রাজধানীর আল-ফালাহ মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর জামায়াতের থানা দায়িত্বশীল সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় জুলাই বিপ্লবকে ইতিহাসের একটি ইতিবাচক পরিবর্তন হিসেবে উল্লেখ করেছেন। তিনি বলেন, "এই পরিবর্তনের মধ্য দিয়ে আল্লাহ বাংলাদেশকে উর্বর করে আমাদের হাতে তুলে দিয়েছেন। এই জমিনে কী চাষ করব, কীভাবে চাষ করব, তা সম্পূর্ণ আমাদের ওপর নির্ভর করবে।"


জামায়াত আমীর বলেন, বর্তমানে মানুষের মধ্যে জামায়াতের প্রতি একটি গভীর আকাঙ্ক্ষা তৈরি হয়েছে। তিনি দাবি করেন, “মানুষ চাচ্ছে, ক্ষমতা যেন ভালো লোকদের হাতে আসে। লোকেরা দোয়া করছে এবং অপেক্ষা করছে।” ডা. শফিকুর রহমান নেতা-কর্মীদের উদ্দেশ্যে বলেন, জামায়াতের প্রতি মানুষের যে ভালোবাসা তৈরি হয়েছে, তা যেন কোনোভাবেই নষ্ট না হয় এবং তাকে সঠিকভাবে লালন-পালন করা হয়। তিনি আরও বলেন, “যদি আমরা মানুষের ভালোবাসার যত্ন নিতে পারি, তাহলে আল্লাহ আমাদের দ্বীনের বিজয়ের ক্ষুধা ও পিপাসা পূর্ণ করবেন। আমরা শুধু নিজেদের জন্য নয়, আমাদের মিল্লাতের জন্য দ্বীনের বিজয় চাই।"


জামায়াত আমীর তার বক্তব্যে দলের লক্ষ্য পরিষ্কার করে বলেন, জামায়াতে ইসলামী কেবল একটি রাজনৈতিক সংগঠন নয়, বরং এটি একটি পূর্ণাঙ্গ দ্বীনি সংগঠন, যেখানে ধর্মীয়, সামাজিক ও রাজনৈতিক উপাদান সবকিছুই রয়েছে। তিনি দলের নেতাকর্মীদেরকে অতীতের মুরব্বিদের উদাহরণ অনুসরণ করে ভবিষ্যতে আরো সুন্দর ও সুষ্ঠু উদাহরণ স্থাপন করার আহ্বান জানান।


আলোচনায়, জামায়াত আমীর ক্ষমতায় যাওয়ার পর স্বার্থপরতা ও অহংকার পরিহার করার ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, "ক্ষমতায় গিয়ে আমরা কোনো হাব-ভাব দেখাবো না, আল্লাহ আমাদের মনকে নাপাক চিন্তা থেকে মুক্ত রাখুন।" তিনি দলের সদস্যদেরকে সতর্ক করে বলেন, আমাদের কাজ হলো গোটা জাতিকে ধারণ করা এবং সঠিক পথে পরিচালিত করা।


সমাবেশে উপস্থিত ছিলেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য সেলিম উদ্দিন, ঢাকা মহানগর উত্তরের আমীর, এবং আরও অনেক শীর্ষস্থানীয় নেতা। অনুষ্ঠানে ২০২৫-২৬ সেশনের জন্য রুকনদের ভোটে নির্বাচিত থানা আমিরদের শপথ গ্রহণ অনুষ্ঠানও অনুষ্ঠিত হয়।