প্রকাশ: ৭ মে ২০২২, ২:৩৭
রেলের ভ্রাম্যমাণ টিকিট পরিদর্শক (টিটিই) শফিকুল ইসলামকে সাময়িক বরখাস্তের ঘটনায় গভীর উদ্বেগ ও ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের স্বার্থে রেলমন্ত্রী নূরুল ইসলাম সুজনের সাময়িক পদত্যাগের দাবি জানিয়েছে তারা।
আজ শনিবার (৭ মে) গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ দাবি জানায় টিআইবি। সংস্থাটির নির্বাহী পরিচালক ড. ইফতেখারুজ্জামান বলেন, এ ঘটনা ক্ষমতার অপব্যবহারের নির্লজ্জ ও নিকৃষ্ট উদাহরণ। রেলমন্ত্রীর আত্মীয়রা বিনা টিকিটে ট্রেনে ভ্রমণ করতে চেয়েছিলেন। এতে স্পষ্ট হয়, রেলের প্রচলিত আইন তাদের ক্ষেত্রে প্রযোজ্য নয়।