ভারত থেকে আসা দুইজনের করোনা হলেও ভারতীয় ভ্যারিয়েন্ট কিনা তা এখনো নিশ্চিত নয়। তবে তাদের শারীরিক অবস্থা স্বাভাবিক। তারা এখন ডিএনসিসি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন বলে জানিয়েছেন ডিএনসিসি হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম নাসির উদ্দিন।
রাজধানীর মহাখালীতে অবস্থিত ডিএনসিসি ডেডিকেটেড কোভিড হাসপাতালে তিনি জানান, দুজনকেই আলাদা রাখা হয়েছে।
তাদের এখনও অক্সিজেন সাপোর্ট লাগছে না। তাদের জিনোম সিকোয়েন্সের জন্য পাঠানো হয়েছে। শনাক্ত হলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পরবর্তী তথ্য জানানো হবে।
হাসপাতালের পরিচালক আরও বলেন, এক হাজার শয্যা ও প্যাথলজি প্রস্তুত থাকলেও রোগীর সংখ্যা এখন অনেক কম। ৫৭ জন রোগী ভর্তি রয়েছে যার মধ্যে ৪০ জন আছে আইসিইউতে। অসচেতনতার কারণে ঈদযাত্রার পরে রোগীর সংখ্যা বাড়তে পারে।