গাজীপুরের চন্দ্রা, কালিয়াকৈর ও জেলা শহর এলাকায় আজ ১২ ঘণ্টা গ্যাস থাকবে না।
রোববার (১৬ মে) সকালে ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত এসব এলাকায় গ্যাস সরবরাহ বন্ধ থাকবে বলে তিতাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ বিষয়ে জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, জরুরি কাজে মেসার্স ওয়ালটন হাইটেক ইন্ডাস্ট্রিতে শাটডাউনের কাজের জন্য আজ রোববার সকাল ৯টা থেকে রাত ৯টা পর্যন্ত ১২ ঘণ্টা চন্দ্রা, কালিয়াকৈর ও গাজীপুর শহর এলাকার গ্যাস সরবরাহ বন্ধ রাখা হবে। এসব এলাকার আবাসিক, বাণিজ্যিক, শিল্প ও সিএনজিসহ সব শ্রেণির গ্রাহকদের গ্যাস সরবরাহ বন্ধ থাকবে।
এছাড়া ওই সব এলাকার বেক্সিমকো, বিগবস, কে-পাওয়ার ও এর পার্শ্ববর্তী এলাকায় সব ধরনের গ্যাসের তীব্র স্বল্পচাপ বিরাজ করবে।