প্রকাশ: ৫ মে ২০২১, ১৭:২৮
আপাতত বন্ধ থাকছে কোভিড টিকা নিবন্ধন। বুধবার (৫ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে এ তথ্য জানানো হয়।
গত ২৬ এপ্রিল পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত করোনা ভাইরাসের টিকার প্রথম ডোজ বন্ধ করে দেয়া হয়।
এর আগে, গত ১১ ফেব্রুয়ারি কেন্দ্রে নিবন্ধন বন্ধের ঘোষণা দেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। তিনি জানান, এখন থেকে যারা নিবন্ধন করে আসবেন, শুধু তাদেরই টিকা দেওয়া হবে। কেন্দ্রে আর নিবন্ধন হবে না। ভবিষ্যতে যদি টিকাদান কেন্দ্রে নিবন্ধনের প্রয়োজন পড়ে তখন আবারও জানানো হবে।