প্রকাশ: ১৭ জুলাই ২০২৪, ১৮:৩৩
বুধবার (১৭ জুলাই) বেলা ১১টা দিকে আন্দোলনকারীদের সঙ্গে পুলিশের এই সংঘর্ষ শুরু হয়। এ সময় মাওয়া পয়েন্ট রণক্ষেত্রে পরিণত হয়। এ সময় ভাঙচুর করা হয়।
বিস্তারিত আসছে...
কোনো ট্যাগ পাওয়া যায়নি
নির্বাচন কমিশনের (ইসি) আগামীকাল রবিবারের বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার মেয়ে জাইমা রহমানের ভোটার হিসেবে নিবন্ধনের নথি উপস্থাপন করা হবে। তফসিল ঘোষণার পর নতুন করে ভোটার তালিকায় অন্তর্ভুক্তির ক্ষেত্রে কমিশনের অনুমোদন প্রয়োজন হওয়ায় বিষয়টি কমিশনের সিদ্ধান্তের জন্য তোলা হচ্ছে। শনিবার (২৭ ডিসেম্বর) আগারগাঁওয়ে নির্বাচন ভবনে সাংবাদিকদের এ তথ্য জানান ইসির সিনিয়র সচিব আখতার আহমেদ। তিনি বলেন, গুলশান এলাকার
ভোলায় পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন স্পষ্ট করে বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকার কোনো রাজনৈতিক দলের পক্ষে নয়। শনিবার (২৭ ডিসেম্বর) দুপুরে ভোলা বালক সরকারি স্কুল মাঠে ভোটের গাড়ি ‘ক্যারাভান’ উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে পররাষ্ট্র উপদেষ্টা বলেন, “অন্তর্বর্তীকালীন সরকার একটি নিরপেক্ষ সরকার। কোনো দলকে সুবিধা দেওয়ার প্রশ্নই আসে না। বিষয়টি আমি স্পষ্টভাবে বলে দিতে চাই।” তিনি জানান,
ঘন কুয়াশার কারণে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামতে পারেনি ১০টি আন্তর্জাতিক ফ্লাইট। শনিবার (২৭ ডিসেম্বর) সকাল থেকে দৃশ্যমানতা কমে যাওয়ায় এসব ফ্লাইটকে বিকল্প হিসেবে চট্টগ্রাম, কলকাতা ও ব্যাংককে ডাইভার্ট করা হয়েছে। বিমানবন্দর সূত্রে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। সূত্র জানায়, ঢাকাগামী অন্তত ১০টি আন্তর্জাতিক ফ্লাইট নিরাপত্তাজনিত কারণে নির্ধারিত সময়ে অবতরণ করতে না পেরে বিকল্প বিমানবন্দরে অবতরণ করে। একই সঙ্গে অভ্যন্তরীণ ফ্লাইটগুলোর
বাংলাদেশের প্রধান বিচারপতি হিসেবে বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে সরকার। বুধবার (২৪ ডিসেম্বর) রাষ্ট্রপতি তার সাংবিধানিক ক্ষমতাবলে তাকে এ পদে নিয়োগ দেন। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের (বিচার শাখা-৪) জারি করা প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, সংবিধানের ৯৫ অনুচ্ছেদের (১) দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল
বাংলাদেশ ও ভারতের মধ্যকার কূটনৈতিক সম্পর্কে টানাপড়েন নতুন মাত্রা পেয়েছে। গতকাল মঙ্গলবার নয়াদিল্লিতে অবস্থিত বাংলাদেশ হাইকমিশন এবং কলকাতা ও মুম্বাইয়ে বাংলাদেশ উপ-হাইকমিশনের সামনে ব্যাপক বিক্ষোভ ও সংঘর্ষের ঘটনা ঘটেছে। যদিও এসব ঘটনায় কোনো কূটনৈতিক স্থাপনায় হামলা বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি, তবে পরিস্থিতির গুরুত্ব বিবেচনায় নিয়ে নিরাপত্তা জোরদার করা হয়েছে এবং কয়েকটি মিশনে ভিসা কার্যক্রম সাময়িকভাবে বন্ধ ঘোষণা