ভূরুঙ্গামারীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

নিজস্ব প্রতিবেদক
শামসুজ্জোহা সুজন , উপজেলা প্রতিনিধি, (ভূরুঙ্গামারী) কুড়িগ্রাম
প্রকাশিত: বৃহঃস্পতিবার ২৫শে এপ্রিল ২০২৪ ০৬:১৮ অপরাহ্ন
ভূরুঙ্গামারীতে বৃষ্টির জন্য নামাজ আদায়

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীর কয়েকটি  ইউনিয়নে বৃষ্টির জন্য দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করা হয়েছে। বৃহস্পতিবার সকাল এই নামাজ আদায় করা হয়।


ভূরুঙ্গামারী ইউনিয়নের বাগভান্ডার এলাকায় আলহাজ্ব আব্দুল গফুর হাফেজিয়া মাদ্রাসা, বঙ্গসোনাহাট ইউনিয়নের সোনাহাট হাইস্কুল, পাইকেরছড়া ইউনিয়নের পাটেশ্বরী বরকতিয়া উচ্চ বিদ‍্যালয়, শিলখুড়ি ইউনিয়নের উত্তর তিলাই রুহুল ইসলাম দাখিল মাদ্রাসা ও বলদিয়া ইউনিয়নসহ উপজেলার বিভিন্ন এলাকায় এই নামাজ আদায় করা হয়েছে। বিশেষ নামাজে অংশগ্রহন করা মুসল্লিরা কান্নায় ভেঙ্গে পড়ে আল্লাহর নিকট ক্ষমা প্রার্থনা করে অসহনীয় পরিস্থিতি থেকে পরিত্রাণের জন্য মোনাজাত করেন। 


নামাজে অংশ গ্রহণ করা মুসুল্লিরা বলেন, মহান আল্লাহতালা তার রহমতের বৃষ্টি দিয়ে পরিবেশটা যেন সহনশীল করে দেন সেই প্রার্থনা করে দুই রাকাত ইসতিসকার নামাজ আদায় করলাম।


বিশেষ নামাজে মোনাজাত পরিচালনাকারী ভূরুঙ্গামারী সরকারি কলেজ মসজিদের খতিব মাওলানা খাইরুল ইসলাম বলেন, গরমে জীবন যাপন করা কষ্টকর হয়ে পড়েছে। সেই অবস্থা থেকে পরিত্রাণ পেতে বিশেষ ইসতিসকার নামাজ আদায় করলাম।