নওগাঁ মেডিকেল কলেজ বন্ধের পরিকল্পনা থেকে সরে আসার দাবিতে ক্রমেই আন্দোলন জোরদার হচ্ছে। আজ বিকেলে শহরের মুক্তির মোড়ে প্রধান সড়কের পাশে সামাজিক সংগঠন 'নওযায়ান বন্ধুসভা' এর আয়োজনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন চলাকালে নওযোয়ান বন্ধু সভার সভাপতি আবু রাইহান, সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান মিশু, সদস্য শফিক ছোটন, কামরুল হাসান সজল, আবুল কালাম আজাদ ও অন্যান্যরা বক্তব্য প্রদান করেন।
কর্মসূচিতে বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, নওগাঁ মেডিকেল কলেজ বন্ধ করে দেয়ার পরিকল্পনা জনস্বার্থ বিরোধী। তারা দাবি করেন, এই অন্যায় সিদ্ধান্ত কোনোভাবেই মেনে নেওয়া হবে না এবং যেকোনো মূল্যে এটি প্রতিহত করা হবে। বক্তারা আরো বলেন, “নওগাঁবাসী প্রয়োজনে রক্ত দিবে, কিন্তু মেডিকেল কলেজ দিবে না।”
এসময় বক্তারা বলেন, নওগাঁ একটি বৃহৎ ও কৃষি প্রধান জেলা। কিন্তু এই জেলার মানুষ এখনও উপযুক্ত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত। সম্প্রতি এই খাতে উন্নয়ন শুরু হয়েছিল, তবে হঠাৎ করেই মেডিকেল কলেজ বন্ধ করার পরিকল্পনা গোটা বরেন্দ্র অঞ্চলের মানুষের মধ্যে হতাশা সৃষ্টি করেছে। তারা দ্রুত অবকাঠামো উন্নয়ন করে কলেজটিকে পূর্ণাঙ্গ মেডিকেল কলেজে রূপান্তরের দাবি জানান।
এছাড়া, বক্তারা সরকারের কাছে অবিলম্বে এই সিদ্ধান্ত বাতিল করে নওগাঁ মেডিকেল কলেজের উন্নয়ন ও সম্প্রসারণের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার আহ্বান জানান। নওগাঁবাসী এই সিদ্ধান্তের বিরুদ্ধে একসঙ্গে ঐক্যবদ্ধ হয়ে আন্দোলন চালিয়ে যাবেন বলে তারা ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।