পুলিশ বাহিনী, র্যাব এবং আনসারের পোশাক পরিবর্তন হচ্ছে। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে গতকাল এর প্রাথমিক অনুমোদন দেওয়া হয়েছে। নতুন নিয়মে বাহিনীর সব সদস্য এক ধরনের পোশাক পরিধান করবেন, ইউনিটভিত্তিক আলাদা পোশাক আর থাকবে না। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী মঙ্গলবার বাংলাদেশ ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের (ক্র্যাব) নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির সঙ্গে মতবিনিময় সভায় এ তথ্য জানান।
ডিএমপি কমিশনার বলেন, নতুন পোশাক কার্যকরের পর বাহিনীর দুই লাখ সদস্য ও ১৯ হাজার সিভিল স্টাফ একই পোশাক পরবেন। ইউনিটভিত্তিক পোশাক ব্যবস্থার কারণে আগে ভিন্নতা থাকলেও নতুন সিদ্ধান্তে সেই ভিন্নতা আর থাকবে না। তিনি আরও জানান, প্রধান উপদেষ্টার চূড়ান্ত অনুমোদনের পর এটি কার্যকর হবে।
রিক্সা নিয়ন্ত্রণ বিষয়ে কমিশনার বলেন, ব্যাটারিচালিত রিক্সার সংখ্যা উদ্বেগজনকভাবে বাড়ছে। এটি নিয়ন্ত্রণে মন্ত্রণালয়ে প্রস্তাব পাঠানো হয়েছে। লাইসেন্স ফি নির্ধারণ এবং ট্যাক্স ব্যবস্থার মাধ্যমে বৈধ ও অবৈধ রিক্সা শনাক্ত করা সম্ভব হবে। এছাড়া ঢাকার রাস্তাগুলোর ধারণক্ষমতা অনুযায়ী রিক্সার সংখ্যা সীমিত রাখার প্রয়োজনীয়তার কথাও তুলে ধরেন তিনি।
ব্যাটারিচালিত রিক্সা নিয়ে সমস্যার সমাধানে কমিশনার মধ্যবিত্ত ও নিম্নবিত্তদের আয়ের পথকে বিবেচনায় নিয়ে সিদ্ধান্ত গ্রহণের প্রস্তাব দেন। তিনি বলেন, অন্যান্য শহরের মতো ঢাকায়ও লাইসেন্সের মাধ্যমে এই যানবাহন নিয়ন্ত্রণ করা যেতে পারে। এতে সড়কে শৃঙ্খলা ফিরবে এবং সরকারের রাজস্বও বৃদ্ধি পাবে।
ডিএমপির পক্ষ থেকে উপস্থিত ছিলেন বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা। ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশনের নবনির্বাচিত নেতারা মতবিনিময়ে অংশ নিয়ে পুলিশের উদ্যোগগুলোকে স্বাগত জানান এবং নগরীতে শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য সহযোগিতার প্রতিশ্রুতি দেন।
ডিএমপি কমিশনার আরও বলেন, রাস্তায় যে কেউ যানবাহন ব্যবহার করলেও, কোনো দেশে এটি বিনা ট্যাক্সে সম্ভব নয়। আমাদেরও একই পথে যেতে হবে। ব্যাটারিচালিত রিক্সা নিয়ন্ত্রণের জন্য লাইসেন্সের আওতায় আনতে হবে।
সভায় বিভিন্ন বিষয়ে আলোচনা হলেও পোশাক পরিবর্তন এবং রিক্সা নিয়ন্ত্রণ ছিল প্রধান আলোচ্য বিষয়। পুলিশের পোশাকের এই পরিবর্তন বাহিনীর ঐক্য এবং মানসিকতার উন্নয়নে ভূমিকা রাখবে বলে আশা করা হচ্ছে।
এই উদ্যোগে প্রশাসন এবং জনগণের সমন্বয়ে একটি শৃঙ্খলিত পরিবহন ব্যবস্থা এবং পুলিশের কাজের গুণগত মান উন্নত হবে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।