সীতার স্মৃতিবিজড়িত আত্রাইয়ে হিন্দু-মুসলিম মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক
নাজমুল হক নাহিদ, আত্রাই প্রতিনিধি, নওগা:
প্রকাশিত: মঙ্গলবার ১৪ই জানুয়ারী ২০২৫ ০৬:৫৬ অপরাহ্ন
সীতার স্মৃতিবিজড়িত আত্রাইয়ে হিন্দু-মুসলিম মিলনমেলা

উত্তরবঙ্গের জেলা নওগাঁর আত্রাই উপজেলার জামগ্রামে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সীতাতলার মেলা। প্রতি বছর পৌষ মাসের শেষ তারিখে এই মেলা অনুষ্ঠিত হয়, যা এখন হিন্দু ও মুসলিম উভয়ের জন্যই এক মিলনমেলায় পরিণত হয়েছে। মেলার উৎসব শুধু জামগ্রামেই সীমাবদ্ধ নয়; আশপাশের গ্রামগুলোতেও এই উপলক্ষে উৎসবের আমেজ ছড়িয়ে পড়েছে।


জনশ্রুতি রয়েছে যে, বহু শতাব্দী আগে রামচন্দ্র তার স্ত্রী সীতা রাণীকে বনবাসের জন্য এই অঞ্চলে পাঠিয়েছিলেন। সীতা এখানে একটি বিশাল বটগাছের নিচে আশ্রয় নেন এবং পাশের একটি ইন্দারার (কূপ) পানি ব্যবহার করতেন। সময়ের বিবর্তনে বটগাছ ও ইন্দারা বিলীন হলেও সীতার স্মৃতিকে কেন্দ্র করে হিন্দু সম্প্রদায়ের লোকেরা এখানে পূজা শুরু করেন। এরপর ধীরে ধীরে এটি বৃহৎ মেলায় পরিণত হয়।


মেলার প্রথম দিন হিসেবে মঙ্গলবার সরকারি ঘোষণা থাকলেও রবিবার থেকেই মেলার এলাকা জমজমাট হয়ে উঠেছে। দোকানপাট, খেলাধুলা, খাবারের স্টল এবং নানা বিনোদনের ব্যবস্থায় মেলা এলাকা প্রাণবন্ত হয়ে উঠেছে। মেলায় বগুড়া, জয়পুরহাট, রাজশাহী, নাটোরসহ দেশের বিভিন্ন প্রান্ত থেকে লোকজন অংশ নিচ্ছে।


মেলা উদযাপন কমিটির সভাপতি ইউপি সদস্য রুহুল আমিন সোহাগ জানান, "আমাদের মেলায় উত্তরবঙ্গসহ দেশের বিভিন্ন স্থান থেকে লোকজন এবং ব্যবসায়ীরা এসেছেন। তাদের থাকার ব্যবস্থা ও নিরাপত্তা নিশ্চিত করতে সবধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে।"


আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সাহাবুদ্দিন বলেন, "মেলায় আগত মানুষের সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের সার্বক্ষণিক উপস্থিতি থাকবে। কোনো প্রকার অসামাজিক কার্যক্রম যাতে না হয়, সে বিষয়ে আমরা সতর্ক আছি।"


মেলা শুধু কেনাকাটা বা বিনোদনের স্থান নয়, এটি সামাজিক ও সাংস্কৃতিক মিলনমেলায় পরিণত হয়েছে। গ্রামীণ জনগোষ্ঠীসহ শহর থেকে আসা অতিথিদের ভিড়ে মেলা এলাকা মুখর হয়ে উঠেছে। মেলার ঐতিহ্য ও সৌন্দর্য উপভোগ করতে প্রতি বছরই মানুষের ভিড় বাড়ছে।