পিরোজপুর সদর থানায় সম্প্রতি অনুষ্ঠিত ওপেন হাউজ ডে-তে জঙ্গি, সন্ত্রাসবাদ, মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধের লক্ষ্যে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে সচেতনতা তৈরি করার আহ্বান জানানো হয়। রবিবার (৫ জানুয়ারি) দুপুরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়, যেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুর জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার নাসরিন জাহান।
এছাড়া পিরোজপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আবদুস সোবাহান, ইন্সপেক্টর তদন্ত তরিকুল ইসলাম, সদর থানার সেকেন্ড অফিসার মোল্লা রমিজ জাহান জুম্মা এবং এসআই মাজাহারসহ পুলিশের অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। সভায় সচেতন নাগরিকদের পাশাপাশি পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাগণও অংশগ্রহণ করেন।
ওপেন হাউজ ডে-তে অংশগ্রহণকারীরা পিরোজপুর সদর উপজেলায় সংঘটিত বিভিন্ন অপরাধমূলক সমস্যা তুলে ধরেন এবং সেগুলোর সমাধান সম্পর্কে পুলিশ প্রশাসনকে বিভিন্ন পরামর্শ প্রদান করেন। এ সময় তারা বিশেষভাবে মাদক, ইভটিজিং ও বাল্যবিবাহ প্রতিরোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার উপর গুরুত্ব দেন।
প্রধান অতিথি নাসরিন জাহান তাঁর বক্তব্যে বলেন, "পুলিশকে শুধু অপরাধ প্রতিরোধে নয়, সচেতন নাগরিকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। জনগণের সহায়তায় পুলিশ যে কোনো ধরনের অপরাধমূলক কর্মকাণ্ডে প্রতিরোধ গড়ে তুলতে পারবে।" তিনি আরো বলেন, "যারা পুলিশকে অপরাধ সম্পর্কে তথ্য দেবেন, তাদের পরিচয় গোপন রাখা হবে, যাতে তারা নিরাপদে তথ্য প্রদান করতে পারেন।"
এছাড়া মাদক প্রতিরোধে পুলিশের ডোপ টেস্টের উদ্যোগ গ্রহণের কথাও জানান তিনি। তিনি বলেন, "মাদক প্রতিরোধে পুলিশ ও সমাজের সকলের একত্রে কাজ করতে হবে। মাদকাসক্তিরোধে পুলিশ একটি বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে, যার মাধ্যমে মাদকসেবীদের শনাক্ত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা নেওয়া হবে।"
ওপেন হাউজ ডে-র এই উদ্যোগে স্থানীয় জনগণের মধ্যে অপরাধবিরোধী মনোভাব সৃষ্টি করার চেষ্টা করা হয়েছে, যাতে পিরোজপুর জেলা আরও নিরাপদ এবং সুষ্ঠু সমাজে পরিণত হতে পারে।
আপনার মতামত লিখুন :
বি: দ্র: প্রিয় পাঠক সমালোচনা আপনার অধিকার । তবে ভাষাটাও মার্জিত হতে হবে। সাথে থাকার জন্য ধন্যবাদ ।